‘দিল সামাল যা যারা ফির মোহাব্বাত কারনে চালা’…. (“Dil Sambhal Ja Zara”) ‘Murder 2’-এর আইকনিক গানটি শুনে এই গানের প্রেমে পড়েননি এমন মানুষ খুব কমই আছেন। সোশ্যাল মিডিয়ায় ফের একবার ভাইরাল হয়েছে এই আইকনিক গান, তাও এক দিল্লি পুলিশকর্মীর কন্ঠে…যা রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিভা জাহির করেন এমন মানুষের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। নাচ-গান হোক অথবা কেতাদূরস্থ স্টান্ট তোলপাড় ফেলা ভিডিও’র মাধ্যমে ইন্টারনেটে লক্ষ মানুষের মধ্যে নিজেকে তুলে ধরতে কোন খামতি রাখেনন সোশ্যাল মিডিয়ার মানুষজন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল ভাইরাল হয়েছে যাতে এক পুলিশকর্মীকে ‘Murder 2’-এর আইকনিক গানটি খালি গলায় গাইতে দেখা যাচ্ছে, যা শুনে আপনি গানটির সঙ্গে সঙ্গে পুলিশকর্মীর প্রতিভার প্রেমে পড়তেও বাধ্য হবেন। ভিডিওটি এখন পর্যন্ত ৯ লাখেরও বেশি ভিউ হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা পুলিশ কর্মীর পারফরম্যান্সে অবিশ্বাস্যভাবে মুগ্ধ হয়েছেন এবং মন্তব্য বিভাগে তাদের চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন।