চুল পরিচর্যার এক ভয়ঙ্কর পদ্ধতি দেখে মানুষজন রীতিমত অবাক। নেটিজেনদের প্রশ্ন ‘চুল কাটছেন নাকি চুলে আগুন দিচ্ছেন’। ভিডিও দেখে এক ব্যবহারকারী লিখেছেন, 'মা যখন জানবে যে তোমার চুল পুড়ে গেছে, তখন মা তোমাকে লঙ্কায় পাঠাবেন।'
Advertisment
আজকাল সময়ের সঙ্গে সঙ্গে চোখের পলকে বদলে যাচ্ছে ফ্যাশনও। সম্প্রতি চুল কাটার এমনই এক পদ্ধতি চমকে দিয়েছে লাখো মানুষকে। ভাইরাল এই ভিডিও দেখে রাতের ঘুম উড়ে যেতে বাধ্য। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একজন হেয়ার স্টাইলিস্ট একটি মেয়ের চুলে আগুন ধরিয়ে দিয়েছেন। বিশ্বাস না হলে ভাইরাল হওয়া ভিডিওটি দেখুন।
ভাইরাল হওয়া এই ভিডিওটির শুরুতে দেখা যায়, এক হেয়ার স্টাইলিশ মেয়েটির চুল কাটার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু পরের মুহূর্তে ওই ব্যক্তি লাইটার দিয়ে মেয়েটির চুলের নিচের অংশে আগুন ধরিয়ে দেন, যা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। শুধু তাই নয়, চুল পুড়ে যায় এবং পড়ে যেতে থাকে। এর পরে ব্যক্তিটি তার প্যান্টের পকেট থেকে একটি চিরুনি বের করে এবং তার চুল আঁচড়াতে থাকেন। ভিডিওতে চুল কাটার এই পদ্ধতিটি অবশ্যই অবাক করার মতো।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওগুলি প্রায়ই মানুষকে অবাক করে। সম্প্রতি এই ভাইরাল ভিডিওটি শেয়ার হয়েছে ইনস্টাগ্রামে। এই ভিডিওটি এখন পর্যন্ত ৯৫ হাজারের বেশি মানুষ লাইক করেছেন। ভিডিওটি দেখে কেউ কেউ প্রশ্ন করছেন তিনি চুল কাটছেন নাকি চুলে আগুন দিচ্ছেন। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা হয়েছে, 'আমি আমার নিজের পরিশ্রমে বিশ্বাস করি।' একজন ব্যবহারকারী লিখেছেন, 'রিলের জন্য তাকে যা খুনি তাই বানাবেন না ভাই।' আরেকজন ব্যবহারকারী লিখেছেন, 'মা যখন জানবে তুমি তোমার চুল পুড়িয়ে ফেলেছ, তখন মা তোমাকে লঙ্কায় পাঠাবেন।'