Advertisment

'বাপের মেট্রো নাকি'.....সাতসকালেই চুলোচুলি! ভিডিও ভাইরাল

সামনে এসেছে দিল্লি মেট্রোর নতুন ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
en fight in metro, metro main mahilaon ki ladai, tere baap ki metro hai, trending viral video, delhi metro new viral video

সামনে এসেছে দিল্লি মেট্রোর নতুন ভিডিও। ভিডিওতে দুই মহিলাকে মেট্রোতে বচসা থেকে চুলোচুলি করতে দেখা যায়। বাদানুবাদ এতটাই চরমে পৌঁছেছিল….. যে দুজনেই দুজনের সঙ্গে তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। এক মহিলাকে বলতে শোনা যায় 'তেরে বাপ কি মেট্রো হ্যায়'।

Advertisment

দিল্লি মেট্রোতে ভ্রমণের বিনোদন ছাড়াও অনায়াসেই উপলব্ধ যাত্রীদের মধ্যে বচসা, মারামারি, রোমান্স এবং নাচের পাশাপাশি রিলের ভিডিও। দিল্লি মেট্রোর একটি নতুন ভিডিও ভাইরাল হচ্ছে। এতে কোচে দাঁড়ানোর জায়গা নিয়ে চুলোচুলি করতে দেখা যায় দুই মহিলাকে। বিবাদ এমন পর্যায়ে পৌঁছায় এমন পর্যায়ে পৌঁছে যে তারা একে অপরকে বলে যে তেরে বাপ কি মেট্রো হ্যায়….

৩০ সেকেন্ডের এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে দুই মহিলা একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছে। এক মহিলাকে অন্য মহিলাকে ধাক্কা দিতে দেখা যাচ্ছে। এর পর দুজনেই একে অপরকে বলে – 'তেরে বাপ কি মেট্রো হ্যায়'…! . তারপরে এক মহিলা মেট্রোর সিটে বসেন এবং ভিডিওটি এখানেই শেষ হয়। মেট্রোতে এই ধরনের হট্টগোল নতুন নয়। প্রতিদিনই দিল্লি মেট্রোর যাত্রীরা তাদের অদ্ভুত রোমাঞ্চের জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন।

এই ভিডিওটি টুইটার হ্যান্ডেল @gharkekalesh থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে– 'দিল্লি মেট্রোতে দাঁড়ানোর জায়গা নিয়ে দুই মহিলার বচসা'। এই টুইটটি এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ভিউ এবং ৬০০ টিরও বেশি লাইক পেয়েছে।

viral
Advertisment