Viral: দুধের শিশুকে আঁকড়ে ধরে কর্তব্যে অবিচল, পুলিশ মায়ের এমন সন্তানস্নেহের চর্চা সর্বত্র

মহিলা পুলিশ কর্মীর প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার মানুষজন।

মহিলা পুলিশ কর্মীর প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার মানুষজন।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi Police,Mother's Day,Mother's Day 2024,viral pic,viral post

মহিলা পুলিশ কর্মীর প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার মানুষজন।

সন্তানকে মানুষ করতে প্রাণপাত, পুলিশ মায়ের এমন সন্তানস্নেহের চর্চা সর্বত্র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি তোলপাড় ফেলেছে। দিল্লি পুলিশের এক মহিলা কনস্টেবলকে তার পিঠে শিশুকে বেঁধে নিয়ে তার কর্তব্য পালন করতে দেখা গিয়েছে। এই ছবি ভাইরাল হতেই মহিলা পুলিশ কর্মীর প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার মানুষজন।

Advertisment

সন্তানকে বুকে আগলে কর্তব্য পালন করছেন মা। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই দৃশ্য। দিল্লি পুলিশের তরফে পোস্ট করেছে যাতে দিল্লি পুলিশের এক মহিলা কনস্টেবলকে তার সন্তানকে পিঠে বেঁধে অফিসে কাজ করতে দেখা যাচ্ছে।

দিল্লি পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ তার অফিসিয়াল অ্যাকাউন্ট @DelhiPolice থেকে এক মহিলা পুলিশ কনস্টেবলের ছবি শেয়ার করেছে। ওই ছবিতে মহিলা পুলিশ কনস্টেবলকে থানায় দাঁড়িয়ে কম্পিউটারে কাজ করতে দেখা যায়। সেই সঙ্গে ছবিতে মহিলা কনস্টেবলের শিশুটিকেও তার পিঠে বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে।

Advertisment

এক ব্যবহারকারীর মন্তব্যে তিনি লিখেছেন, 'আসুন দুজনকেই ধন্যবাদ জানাই, দুজনেই ধন্য।' অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন, 'কেবল একজন মা এইভাবে কাজ করতে পারেন.. এই পুলিশ কর্মীকে স্যালুট.. জয় হিন্দ।' অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'স্যালুট এমন মানুষদের যারা সব ধরনের পরিস্থিতিতে মানসিকভাবে শক্ত থাকেন।'

viral