Advertisment

রসিক চালে সচেতনতার বার্তা, মুহূর্তেই মন জয়, ভিডিও ভাইরাল

ইনস্টাগ্রামে শেয়ার করা এই পোস্টে, দেখা যায় সাইকেল চালাতে চালাতে এক ব্যক্তি পা দুটিকে হ্যান্ডেলের ওপর তুলে দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
cycle par stunt,stunt,Stunt accident,stunt man,cycle se gire chacha,man doing bicycle stunt,man doing wrong stunt,Amazing funny viral video,funny accident video,Stunt Funny Video,funny and emotional moment,Funny and Viral Video,funny and trending Video,Delhi Police,Delhi Police Shared Funny Video,Wrong Driving,Viral video,funny video,Trending Video,Viral News In Hindi,Viral Video News,zara hatke,ndtv zara hatke videos,news,Social Media,Entertainment News In Hindi,Tv News And Gossip,Amazing Video,Shocking Video,hilarious video,Message On Road Safety,Delhi Message On Safety Road Viral

পথ দুর্ঘটনা রোধে এবং জনগণের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে ট্রাফিক নিয়ম সম্পর্কে মানুষকে সচেতন করতে নতুন নতুন উপায় অবলম্বন করতে দেখা যায়। কখনও কখনও ট্রেফিক নিয়ম উপেক্ষা করার জন্য ট্রাফিক পুলিশকে বিশেষ ব্যবস্থা নিতে আবার কখনও কখনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুলিশ জনসাধারণকে সচেতন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেন। তবুও কিছু লোককে ট্রাফিক নিয়ম উপেক্ষা করতে দেখা যায়। প্রতিবার, দিল্লি এবং মুম্বই পুলিশের তরফে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়, যার মাধ্যমে জনসাধারণকে সচেতন করার কাজটি তারা করে থাকেন।  সম্প্রতি দিল্লি পুলিশ সচেতনতার বার্তা দিয়ে একটি মজার পোস্ট শেয়ার করেছে, যা আজকাল মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।

Advertisment

ইনস্টাগ্রামে শেয়ার করা এই পোস্টে, দেখা যায় সাইকেল চালাতে চালাতে এক ব্যক্তি পা দুটিকে হ্যান্ডেলের ওপর তুলে দেন। কিছুটা এগোনর পর ভারমাস্য হারিয়ে রাস্তায় উলটে পড়েন। স্টান্ট করার পরের মুহুর্ত দেখে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। চমকে দেওয়ার মতো এই ভিডিওটিতে দেখা যাচ্ছে কীভাবে সাইকেলের হ্যান্ডেল না ধরে লোকটি তার ওপর পা তুলে দিয়ে হাত ছেড়ে স্টান্ট দেখাচ্ছেন।

ভিডিওতে, দেখা যায় পড়ে যাওয়ার পরে ওই ব্যক্তি তার কোমর চেপে ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে যান। এই সময় ব্যাকগ্রাউন্ডে বাজছে কৈলাশ খেরের বিখ্যাত গান ‘Tuta Tuta Ek Parinda’। এই প্রথমবার নয়, দিল্লি পুলিশ এমন মজার পোস্টের মাধ্যমে মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে এর আগে একাধিকবার। মাত্র ৪দিন আগে শেয়ার করা এই পোস্টটি হাজার হাজার ভিউ সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Viral Video
Advertisment