Advertisment

Delhi Rains: প্রবল বৃষ্টিতে ডুবেছে দিল্লি, তাতে কী! হাঁটুজলে বসেই মদের গ্লাসে চুমুক প্রেস ক্লাবে, ভাইরাল ছবি

Delhi Rains: ছবিটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। প্রায় ১.৩০ লক্ষ ভিউ হয়েছে। অনেকেই ছবিটি নিয়ে মন্তব্য করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Press Club of India, Delhi Rains, Trending News

প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে তোলা একটি ভাইরাল ফটোতে দেখা যাচ্ছে সাংবাদিকরা হাঁটুসমান জলে চেয়ারে বসে, মদ ও খাবার খাচ্ছেন।

Delhi Rains: বৃষ্টি মানেই সুরাপ্রেমীদের কাছে বিশেষ আনন্দের। কিন্তু সেই বৃষ্টি যখন মাত্রা ছাড়ায়, তখনও কি মদ্যপানে ততটাই খুশির হয়! অন্তত দিল্লির প্রেস ক্লাবের ছবি দেখলে তা বোঝার উপায় নেই।

Advertisment

ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার সন্ধ্যায় দিল্লিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, শহরের বড় অংশ প্লাবিত হয়েছে এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শহরের অনেক জলমগ্ন এলাকার ছবি-ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

লুটিয়েন্স দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে তোলা একটি ভাইরাল ফটোতে দেখা যাচ্ছে সাংবাদিকরা হাঁটুসমান জলে চেয়ারে বসে, মদ ও খাবার খাচ্ছেন।

হিন্দুস্তান পত্রিকার সাংবাদিক হেমন্ত রাজৌরা X-এ ছবিটি শেয়ার করে বলেছেন, "এটি দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার দৃশ্য।"

ছবিটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। প্রায় ১.৩০ লক্ষ ভিউ হয়েছে। অনেকেই ছবিটি নিয়ে মন্তব্য করেছেন। একজন ইউজার লিখেছেন, 'বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে অনেকগুলি গাড়ি থাকলে এরকমটা হয়।'

আরও পড়ুন Viral Video: আকাশছুঁয়ে পুল-আপ! ফিটনেসের চক্করে যুবকের হাড়হিম স্টান্ট, চমকে উঠল সকলে

আরেকজন লিখেছেন, 'কী মজার লোকজন, যাঁদের পার্টি শেষ হয় না।' আরেকজন লিখেছেন, 'এটাকে বরং বোট ক্লাব বলা উচিত।' একজন মন্তব্য করেছেন, 'এটা এখন ওয়াটার ক্যাফে।'

Liquor Press Club of India delhi Trending News
Advertisment