মুশকিল আসান! সহজেই বদল ২,০০০ টাকার নোট, সঙ্গে পান অতিরিক্ত ১০০ টাকাও

জেনে নিন অফার সম্পর্কে বিস্তারিত।

জেনে নিন অফার সম্পর্কে বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
2000 money 1

২,০০০ এর নোটের বদল করবেন কীভাবে সেই চিন্তায় অনেকেরই রাতের ঘুম উড়েছে। কেউ পেট্রোল পাম্প, কেউ আবার সোনার দোকান, অথবা অনলাইন খাবার অর্ডার দেওয়ার সময় অনলাইন লেনদেনের বদলে ২,০০০ টাকার নোটে পেমেন্ট মেটাচ্ছেন। এসবের মাঝেই বিক্রি বাড়াতে দিল্লির দোকানদারের অভিনব উপায়, ২ হাজারের নোট নিয়ে এলেই মিলবে এক আকর্ষণীয় অফার।

Advertisment

২,০০০টাকার নোট প্রত্যাহারের ঘোষণার পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ছড়িয়ে পড়ে মিমের বন্যা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ব্যাঙ্কগুলিকে অবিলম্বে নোট ইস্যু বন্ধ করার পরামর্শ দিয়েছে। এর মধ্যেই বিক্রি বাড়াতে অভিনব আইডিয়া নিয়ে এসেছেন এক দোকনি। ২,০০০ টাকার নোট নিয়ে দোকানে এলেই কিনতে পারবেন ২,১০০ টাকার সামগ্রী।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “যদি আপনি RBI-কে স্মার্ট বলে মনে করেন, তবে ভুল ভাব্বেন, কারণ দিল্লির বাসিন্দারা তার থেকেও বেশি স্মার্ট। বিক্রি বাড়ানোর সেরা উপায়। সুমিত আগরওয়াল নামের এক ট্যুইট ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় এমন দারুণ অফার শেয়ার করেছেন। আর তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই কমেন্টে বলেছেন, ‘কঠিন সময়ের সুযোগ নেওয়া ছাড়া আর কিছুই নয়’।

viral