পাওভাজি খেতে আইফোন চুরি! কী চমকে উঠলেন? হ্যাঁ এমনই এক কাহিনী সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল ভাইরাল। ক্ষুধার্ত চোরের এই কাণ্ডে নেটদুনিয়া জুড়ে হাসির রোল।
ট্রেনে বাসে অনেক সময় মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনা শোনা যায়। কিন্তু এখন এক আইফোন চুরির জন্য রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে এক মোবাইল চোর। পেটে খিদে থাকলেও পকেটে ছিল না একটাকাও। আর সামনে বানানো পাওভাজি দেখে জিভে জল চলে আসে চোর বাবাজির। কিন্তু টাকা না থাকা পাওভাজি সে খেতেও পারছিল না। তখন মাথায় আসে এক ফন্দি।
গোয়ায় ঘুরতে আসা এক পর্যটকে আইফোন চুরি করে নেয় ওই পকেটমার। শুধু পাভ ভাজির জন্য টাকা না থাকায় এমন কাণ্ড ঘটায় সে। পাওভাজির আর কতই বা দাম? মেরেকেটে ১০০ টাকা! আর আইফোনের দাম তো সকলের জানা। একশো টাকার খাবার খেতে ৫০ হাজারের আইফোন চুরির এই গল্প নেটিজেনদের কিন্তু বেশ মজা দিয়েছে।
পাওভাজি খাওয়ার জন্য টাকাটুকু ছিল না চোরের কাছে। সে তখন আইফোন চুরি করে সেই আইফোন পাওভাজি বিক্রেতার কাছে জমা রাখেন ও পাওভাজি খান। @KartikeyaRai11 নামের একজন ব্যবহারকারী এই ঘটনাটি উল্লেখ করেছেন। ব্যবহারকারী জানিয়েছেন যে তিনি দিল্লি থেকে গোয়া বেড়াতে গিয়েছিলেন। এ সময় মদ্যপ ব্যক্তি তার পকেট থেকে আইফোন চুরি করে নিয়ে যান। ব্যবহারকারী আরও জানিয়েছেন আইফোন চুরি করার পর চোর একটি ছোট দোকানে পাওভাজি খেতে গিয়েছিল। পাভ ভাজি খাওয়ার পর তার কাছে টাকা না থাকায় টাকার বদলে চুরি হওয়া ফোনটি দোকানদারকে দেয় ওই ব্যক্তি।
মজার ব্যাপার হল দোকানদারও কিছুটা আন্দাজ করে তার কাছ থেকে আইফোনটি কেড়ে নেন। দোকানদার ফোনটি চার্জে রেখে চালু করলে ওই ফোনে কিছু সময় পর কল আসে। এরপর ফোনে দোকানদারের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানতে পারেন ফোনের মালিক। দোকানদার ফোনটি ফেরত দিতেও রাজি হন। এর পরে ফোনটি সংগ্রহ করতে গোয়া থেকে ৬০ কিলোমিটার দূরে একটি অজানা জায়গায় গিয়ে সেই ফোন ফিরিয়ে আনেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা জানিয়েছেন ওই পর্যটক।
এ ঘটনা শোনার পর নেটদুনিয়া জুড়ে শুধুই হাসির রোল। পোস্টটি লেখার সময় পর্যন্ত এটি দেখেছেন ৬৮ হাজার মানুষ লাইক করেছেন। পোস্টে অনেকে মজার মজার মন্তব্যও করেছেন।