দিল্লি ইউনিভার্সিটিতে ‘পাঠান’ প্রেম। হাবুডুবু খাচ্ছেন পড়ুয়া থেকে শিক্ষিকাও। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে @departmentofcommercejmc আইডি থেকে শেয়ার করা ভিডিওতে শিক্ষার্থীদের সঙ্গেই হলুদ শাড়ি পরে ‘পাঠান’ প্রেমে বুঁদ শিক্ষিকাও। তার নাচ একেবারে তোলপাড় ফেলে দিয়েছে।
প্রতিবাদ, বিক্ষোভ সত্ত্বেও, অব্যাহত ‘পাঠান দাপট’। ছবির একাধিক গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক রিল। বিশ্বের প্রতি কোণা থেকেই ভাইরাল হয়েছে পাঠান ছবির গানের সঙ্গে নাচের ঝলক। এবার বাদ গেল না দিল্লি বিশ্ববিদ্যালয়ও। ‘পাঠান’ ছবির ‘ঝুমে জো পাঠান’ গানে ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকারাও পাঠানের গানে নেচে মানুষের মন জয় করেছেন।
হলুদ শাড়িতে সকলের মন জয় করে নিয়েছেন এক শিক্ষিকা। ভাইরাল এই ভিডিওটি একলাখের বেশি লাইক ও ভিউ পেয়েছে। কালো চশমা এবং হলুদ শাড়ি পরা শিক্ষিকার আত্মবিশ্বাস দেখে একেবারে অবাক নেটিজেনরা। সকলেই অন্যদের বাদ দিয়ে তার নাচ দেখতে বিভোর হয়ে যান। শিক্ষক-শিক্ষার্থীদের নাচের যুগলবন্দী এই ভিডিও এক লাখের বেশি লাইক সংগ্রহ করেছে।
ভিডিওটি অনলাইনে শেয়ার করার পর এখন পর্যন্ত এক লক্ষের বেশি ভিউ হয়েছে। নেটিজেনরা নাচের এই ভিডিও এবং ছাত্র এবং শিক্ষকদের পারফরম্যান্সে অত্যন্ত মুগ্ধ। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমরাও এরকমই এক অধ্যাপক চাই,” অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “পাগল করা নাচ।” ভাইরাল ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে বাণিজ্য বিভাগ, জেএমসি।