ডেলিভারি বয় হিসেবে কাজ করেছেন, এখন সরকারি কর্তা হয়ে সামলাচ্ছেন প্রশাসনিক দায়িত্ব। কর্মচারীর এহেন সাফল্য জোর গলায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে জোমাটো। মুহুর্তেই জোমাটো’র সেই টুইট ভাইরাল হয়েছে। এই কাহিনী হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করেছে।
জোমাটো ডেলিভারি কাজ শুরু করলেও ভিগনেশে লক্ষ্য ছিল জীবনে অনেক বেশি সাফল্য। আর সেই লক্ষ্যে মনোনিবেশ করে দিনে রাতে চলত অক্লান্ত পরিশ্রম। আর তাতেই বাজিমাত।
দৃঢ় সংকল্প, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের একটি অনুপ্রেরণামূলক গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তামিলনাড়ুর জোমাটো ডেলিভারি বয় হিসাবে কাজ করা সেই ছেলেটি এখন তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। Zomato টুইটারে একটি পোস্টে তার কৃতিত্বকে স্যালুট জানিয়েছে।
টুইটার পোস্টে তার পরিবারের সঙ্গে ভিগনেশের একটি হৃদয়গ্রাহী ছবি শেয়ার করা হয়েছে জোমাটোর তরফে। ডেলিভারি বয় হিসাবে কাজ করলেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি। কঠোর অধ্যবসায়, হাল না ছাড়ার মানসিকতা তাকে তার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করতে সাহায্য করে।
Zomato-এর টুইটার অ্যাকাউন্টের পোস্টে লেখা হয়েছে, "Vignesh-এর জন্য একটি লাইক, যিনি Zomato ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করা কালীন তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।"
শেয়ার করার পর থেকে, পোস্টটি ৯০ হাজার বার দেখা হয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিগনেশকে তার কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন।