New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/cats-34.jpg)
পুলের পাশে গিয়ে বরকে ঠেলে জলে ফেলে দিল কনে।
এই ভিডিও ভাইরাল হতেই তাতে প্রায় তিন লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে।
পুলের পাশে গিয়ে বরকে ঠেলে জলে ফেলে দিল কনে।
চলছে বিয়ের মরশুম। বিয়ে নিয়ে একাধিক মজার ভিডিও আপলোড হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ে মানেই যে বিষয়টা প্রথমেই সামনে উঠে আসে তা হল নাচ গান, মজা, হৈ-হুল্লোড়। বিয়ে বাড়ি মানেই একটা জমজমাটি পরিবেশ।
একটা সময় ছিল যখন শুধুমাত্র আচার অনুষ্ঠানের মাঝেই থেমে থাকতে বিয়ের রীতি। এখন বিয়ে মানেই নাচ, গান হবু বর-বউয়ের সঙ্গে খুনসুটি। তেমনই এক মজার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিয়ে উপলক্ষে লেহেঙ্গা চোলির দারুণ সাজে কনে। শেরওয়ানিতে হবু বর। হটাত করেই একটা পুলের পাশে গিয়ে বরকে ঠেলে জলে ফেলে দিল কনে। এই ভিডিও ভাইরাল হতেই তাতে প্রায় তিন লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে।
এদিকে বর বাবাজিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তিনি পুলে পড়ার সময় কনের হাত ধরে টেনে জলে ফেলেন। মুহূর্তেই দুজনে পুলের জলে পড়ে ভিজে যান, সাজের তখন বাহাল দশা। তারই মাঝে জলকেলিতে মত্ত বর-বউ। এমন ভিডিও দেখে অনেকেই অনেকেই মন্তব্য করেছেন ‘বিয়ের দিনই এত প্রেম, সারা জীবন যে পড়েই আছে’। নেটিজেনরা এমন মজার ভিডিও দারুণ পছন্দ করেছেন। দেখুন সেই মজার ভিডিও।