ডেলিভারি বয়কে দেওয়া বাবার 'ডেলিভারি ইস্ট্রাকশন', লেখা দেখে হেসে খুন নেটপাড়া....

ক্যাপশনে লেখা "সপ্তাহান্তে খাবার অর্ডার এবং বাবার অদ্ভুত নির্দেশ।"

ক্যাপশনে লেখা "সপ্তাহান্তে খাবার অর্ডার এবং বাবার অদ্ভুত নির্দেশ।"

author-image
IE Bangla Web Desk
New Update
desi dad, twitter, swiggy, delivery agent, funny, delivery instructions, trending, trending stories,

সুইগিতে খাবার অর্ডার দিতে গিয়ে ডেলিভারি বয়কে বাবার ‘অদ্ভুত ডেলিভারির নির্দেশ’, এমন কথা লিখলেন যা দেখে হাসি থামবে না। সকালের ব্রেক ফাস্ট হোক অথবা সন্ধ্যের জিভে জল আনা আইটেম অথবা রাতের ডিনার সকলেই আমরা অনলাইন অ্যাপে খাবার বুক করে থাকি। অনেক ক্ষেত্রে ডেলিভারি লোকেশনে ডেলিভারি বয়কে কিছু ইন্সট্রাকশন দেওয়ার থাকলে তাও আমরা দিতে পারি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক বাবার ডেলিভারি বয়কে দেওয়া সেরা ইন্সট্রাকশন। যা দেখে খানিক নস্ট্যালজিক হয়ে পড়েছেন ইউজাররা।

Advertisment

ক্যাপশনে লেখা "সপ্তাহান্তে খাবার অর্ডার এবং বাবার অদ্ভুত নির্দেশ।"

আপনার বাড়ি যদি এমন জায়গায় হয় যেখানে জিপিএস ধরা পড়ে না, তাহলে অনলাইন অ্যাপ থেকে খাবার অর্ডার করা খুবই কঠিন কাজ। ঠিকানার বিশদ বিবরণ সেক্ষেত্রে স্পষ্টভাবে দিতে হয় যাতে ডেলিভারি বয়ের ঠিকানা সম্পর্কে কোনো সমস্যা না হয়।

Advertisment

সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী সুইগিতে দেওয়া অর্ডারের একটি স্ক্রিনশট সহ একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে বাবা ডেলিভারি ইস্ট্রাকশনে লিখেছেন “সন্দীপ কো বোলো বিট্টু কা অর্ডার হ্যায়, জলদি কারা দে”, ।

পোস্টটি 247k বার দেখা হয়েছে । অনেকে পোস্টে নানা মজার মজার মন্তব্যও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন ‘আমার বাবাও এমন’।

viral