New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-184.jpg)
ক্যাপশনে লেখা "সপ্তাহান্তে খাবার অর্ডার এবং বাবার অদ্ভুত নির্দেশ।"
সুইগিতে খাবার অর্ডার দিতে গিয়ে ডেলিভারি বয়কে বাবার ‘অদ্ভুত ডেলিভারির নির্দেশ’, এমন কথা লিখলেন যা দেখে হাসি থামবে না। সকালের ব্রেক ফাস্ট হোক অথবা সন্ধ্যের জিভে জল আনা আইটেম অথবা রাতের ডিনার সকলেই আমরা অনলাইন অ্যাপে খাবার বুক করে থাকি। অনেক ক্ষেত্রে ডেলিভারি লোকেশনে ডেলিভারি বয়কে কিছু ইন্সট্রাকশন দেওয়ার থাকলে তাও আমরা দিতে পারি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক বাবার ডেলিভারি বয়কে দেওয়া সেরা ইন্সট্রাকশন। যা দেখে খানিক নস্ট্যালজিক হয়ে পড়েছেন ইউজাররা।
ক্যাপশনে লেখা "সপ্তাহান্তে খাবার অর্ডার এবং বাবার অদ্ভুত নির্দেশ।"
আপনার বাড়ি যদি এমন জায়গায় হয় যেখানে জিপিএস ধরা পড়ে না, তাহলে অনলাইন অ্যাপ থেকে খাবার অর্ডার করা খুবই কঠিন কাজ। ঠিকানার বিশদ বিবরণ সেক্ষেত্রে স্পষ্টভাবে দিতে হয় যাতে ডেলিভারি বয়ের ঠিকানা সম্পর্কে কোনো সমস্যা না হয়।
সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী সুইগিতে দেওয়া অর্ডারের একটি স্ক্রিনশট সহ একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে বাবা ডেলিভারি ইস্ট্রাকশনে লিখেছেন “সন্দীপ কো বোলো বিট্টু কা অর্ডার হ্যায়, জলদি কারা দে”, ।
we planned to order food this weekend and dad wrote the craziest cooking instruction😭😭 pic.twitter.com/MU5MkQ3Dkp
— •i• (@pachtaogaybro) August 13, 2023
পোস্টটি 247k বার দেখা হয়েছে । অনেকে পোস্টে নানা মজার মজার মন্তব্যও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন ‘আমার বাবাও এমন’।