ছাগলে টানা গাড়িতে আয়েশ করে বসে বৃদ্ধ, ভিডিও দেখে পিলে চমকে উঠল সকলেই

বৃদ্ধের 'দেশি আবিষ্কার' দেখে চমকে উঠেছেন মানুষজন।

বৃদ্ধের 'দেশি আবিষ্কার' দেখে চমকে উঠেছেন মানুষজন।

author-image
IE Bangla Web Desk
New Update
weird video, trending viral video, shocking video, instagram viral reel, instagram video, goat car video, funny video, bakri gadi video, bailgaadi video

ছাগলে টানা গাড়িতে আয়েশ করে দু’পা তুলে বসে এক বৃদ্ধ। সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও ভাইরাল হতেই পিলে চমকে উঠল নেটপাড়ার মানুষজন। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তাক লাগানো আবিষ্কারে জুরি মেলা ভার ভারতীয়দের। তার আরও এক প্রমাণ সামনে এল সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। ছাগলে টানা গাড়ি দেখে একেবার অবাক সকলেই।

Advertisment

গরুর গাড়ি নিশ্চয়ই দেখেছেন..., হয়তো অনেকেই আছেন যারা গ্রামের পথে-ঘাটে গরুর গাড়িতে চড়েছেন। কিন্তু বাজি ধরে বলতে পারি আপনি কখনই 'ছাগলে টানা গাড়ি' দেখেননি! হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এক বৃদ্ধের একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাকে দুটি ছাগল, সাইকেলের চাকা এবং কাঠের তৈরি তক্তা পেতে বসার জায়গা তৈরি করে ছাগলে টানা কাঠের গাড়িতে ভ্রমণ করতে দেখা যাচ্ছে।

এই দৃশ্য দেখে অনেকেই হতবাক হলেও কেউ কেউ বলছেন এমন বিরল ঘটনা কেবল ভারতেই দেখা যায়। কিছু লোক বলেছেন যে এটি ছাগলের প্রতি নিষ্ঠুরতা প্রদর্শনের সামিল। খবর লেখা পর্যন্ত এই ইনস্টাগ্রাম রিলটি হাজার হাজার বার দেখা হয়েছে।

Advertisment

মজার এই ভিডিওটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী @lsawarmal পোস্ট করেছেন, যা এখন পর্যন্ত ৪০ লাখেরও বেশি ভিউ এবং ১ লাখ ৩৮ হাজার লাইক পেয়েছে। বৃদ্ধের 'দেশি আবিষ্কার' দেখে চমকে উঠেছেন মানুষজন। এমন সৃষ্টি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট সেকশনে লিখুন

Viral Video Trending News