Advertisment

২৩ বছর ধরে বারে বারে ব্যর্থ, ৫৫তে MSC পাস, সিকিউরিটি গার্ডের কাহিনী চমকে দেবে

তার এই কাহিনী চমকে দিয়েছে সকলকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Inspirational News,Gaurd Became Educated,Viral and Trending Story

২৩ বছর ধরে বারে বারে ব্যার্থ, ৫৫তে MSC পাস, সিকিউরিটি গার্ডের কাহিনী চমকে দেবে

২৩ বছর ধরে ক্রমাগত ব্যর্থতা সত্ত্বেও সাহস হারাননি তিনি। ৫৫ বছর বয়সে এমএসসি ডিগ্রি অর্জন করে সকলকে তাক লাগিয়েদিয়েছেন এই সিকিউরিটি গার্ড। তার এই কাহিনী চমকে দিয়েছে সকলকেই।

Advertisment

কথাতেই আছে ইচ্ছাশক্তির কাছে যে কোন প্রতিকূলতা হার মানতে বাধ্য। তা আরও একবার প্রমাণ করলেন ৫৫ বছরের এই সিকিউরিটি গার্ড। এই বয়সে এমএসসিতে ডিগ্রি অর্জন করে সকলকেই চমকে দিয়েছেন তিনি। টানা ২৩ বার ফেল। তাতেও দমে যান নি তিনি। বরং ডিগ্রি অর্জনের জেদটা যেন আরও চেপে ধরেছিল। ২০০১ এর পর কেটে গিয়েছে ২৩ বছর । অবশেষে লক্ষ্যভেদ। এমএসসি ফাইনাল পরীক্ষাও পাস করেন রাজকরণ।

৫৫ বছর বয়সী রাজকরণ বড়ুয়ার গল্পটা অনেকের থেকে আলাদা। ডিগ্রি পেতে তাকে অপেক্ষা করতে হয় দুদশকেরও বেশি সময়। গল্প মধ্যপ্রদেশের জবলপুরের রাজকরণ বড়ুয়া পেশায় একজন সিকিউরিটি গার্ড। ছোট কুঁড়েঘরে থাকেন, কিন্তু পড়াশুনার প্রতি তার ভালবাসা ও আগ্রহ সকলকে চমকে দিয়েছেন। ২৩ বছরের কঠোর পরিশ্রমের পর তিনি এমএসসি ম্যাথস ডিগ্রি লাভ করেন। প্রতিকূল পরিস্থিতিতেও হাল ছাড়েননি তিনি। মাসিক উপার্জন মেরেকেটে ৫-৭ হাজার টাকা। তাই দিয়ে সংসার চালানোর পাশাপাশি চলে পড়াশুনাও।

রাজকরণ বলেন, পড়াশোনার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। অর্থের অভাবে তাকে প্রহরীর কাজ করতে হয়েছে। পড়াশোনার কারণে বিয়ে করতে পারেননি। বাধ্য হয়ে কুঁড়েঘরে থাকতে হচ্ছে। রাজকরণ একটি স্কুল খুলতে চান যাতে দরিদ্র শিশুরা বিনামূলে লেখাপড়া করতে পারে।

Viral Video
Advertisment