New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/dhoni.jpg)
দেখা যাচ্ছে রাঁচীর ফার্মহাউজের গ্রিন জোনে বাইক নিয়ে মেয়েকে পিছনে বসিয়ে ঘুরছেন তিনি।
বাইকপ্রেমী ধোনি। খেলোয়াড় জীবনের শুরু থেকে এখনও ক্রিকেটের পাশাপাশি তার যে অস্বাভাবিক রাইডারদের মত বাইকপ্রীতি রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তাঁর ফার্ম হাউজে বাইকের স্টুডিও রয়েছে। যার ছবি মাঝে মধ্যে নেটিজেনদের হাতে ভাইরাল হয়ে যায়। যেখানে রাখা রয়েছে নামীদামি বাইক। শুধু তাই নয়, বাইকের মেরামতীর জিনিসও রয়েছে সেখানে। সম্প্রতি স্ত্রীয়ের শেয়ার করা ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে, সেখান থেকে বাকি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে। যেখানে দেখা যা,চ্ছে রাঁচীর ফার্মহাউজের গ্রিনজোনে বাইকে মেয়েকে পিছনে বসিয়ে ঘুরছেন তিনি। মেয়ে জিভা বাবাকে জড়িয়ে ধরে বসে রয়েছে।
করোনার থাবায় আইপিএল এখন অনিশ্চয়তার মুখে। সামনে আর কোনো টুর্নামেন্ট নেই। তাই এখন ঘরবন্দি খেলোয়াড় ধোনি। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। নিজের বাড়ির বাগানে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি, সঙ্গে মেয়ে জিভা। সে সময় ভিডিও করেন স্ত্রী সাক্ষী সিংহ রাওয়াত। সেটি ইনস্টাগ্রামে পোস্ট হওয়া মাত্রই ধোনি প্রেমীদের হাতে ভাইরাল। কয়েক দিন আগে তাঁকে দেখা গিয়েছিল বাগানের গাছের দেখভাল করতে।
তার বাড়ির বাগান দেখে অবাক হয়েছে নেটপাড়া।
View this post on InstagramRepost @chennaiipl ... Great Sync !
A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on