Advertisment

চাঁদে ৭০০ এলিয়েন! ভাইরাল ভিডিও, তুঙ্গে চর্চা, শোরগোল সোশ্যাল মিডিয়ায়

ভিডিওতে দাবি করা হয়েছে যে চন্দ্রযান-৩-এর প্রজ্ঞান রোভার চাঁদের মাটিতে এলিয়েনদের উপস্থিতির প্রমাণ পেয়েছে

author-image
IE Bangla Web Desk
New Update
chandrayaan 3,moon,aliens,aliens on the moon,viral video,video claimed aliens on the moon,isro,science news hindi,social news,

ভিডিওতে দাবি করা হয়েছে যে চন্দ্রযান-৩-এর প্রজ্ঞান রোভার চাঁদের মাটিতে এলিয়েনদের উপস্থিতির প্রমাণ পেয়েছে

প্রজ্ঞান রোভার কি চাঁদে ৭০০ এলিয়েন খুঁজে পেয়েছে? ভাইরাল ভিডিওতে চমকপ্রদ দাবি, জেনে নিন সত্যিটা।

Advertisment

ভারতের চন্দ্রযান-৩ মিশন সফল। চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম ল্যান্ডারের সফল অবতরণের সঙ্গে সঙ্গেই ইতিহাস সৃষ্টি করেছে দেশ। প্রজ্ঞান রোভারের চাঁদের মাটিতে হাঁটা এবং তথ্য সংগ্রহের খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরেছে ইসরো। জানা গিয়েছে পরবর্তী ১৪ দিনের জন্য ‘স্লিপ মোডে’ চলে গিয়েছে রোভার প্রজ্ঞান। সম্প্রতি এক ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে চাঞ্চল্য। ভিডিওতে দাবি করা হয়েছে, চন্দ্রযান-৩-এর রোভার চাঁদে এলিয়েনদের উপস্থিতির প্রমাণ পেয়েছে।

‘নেক্সট নিউজ’ নামের ইউটিউব চ্যানেলে ভিডিওটি এক লাখের বেশি ভিউ পেয়েছে। ভিডিওতে দাবি করা হয়েছে যে চন্দ্রযান-৩-এর প্রজ্ঞান রোভার চাঁদের মাটিতে এলিয়েনদের উপস্থিতির প্রমাণ পেয়েছে এবং ইসরো সেই ফুটেজ শেয়ার করেছে।

ভিডিওতে দাবি করা হয়েছে যে এমনকি ISROও এলিয়েনদের উপস্থিতির প্রমাণ পেয়ে হতবাক হয় এবং এই বিষয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল। ভিডিওতে দাবি করা হয়েছে যে রোভার চাঁদে ৭০০ এলিয়েনের উপস্থিতির প্রমাণ পেয়েছে।

যদিও বাস্তবে এমন কিছুই ঘটেনি। ভারতীয় মহাকাশ সংস্থা চাঁদের পৃষ্ঠে এলিয়েনের উপস্থিতির কোন প্রমাণ পায়নি। ISRO এলিয়েন সম্পর্কিত কোন আপডেটও প্রকাশ করেনি। ভিডিওতে দেখানো ফুটেজ সম্পূর্ণ বিভ্রান্তিকর। তবে ভিডিওটি দেখার পর অনেক দর্শক কমেন্টে জানতে চেয়েছেন ভিডিওটি সত্য কিনা? একই সময়ে, কিছু দর্শক ভিডিওটির সত্যতা জানতে পেরে মন্তব্যে লিখেছেন যে মানুষকে বোকা বানানো উচিত নয়। এই ধরনের ভিডিও’র কোন সত্যতা দাবি করেনি ইসরো।

Chandrayaan 3
Advertisment