হাতে QR কোড নিয়ে লোকাল ট্রেনে ভিক্ষা করছেন এক যুবক। এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। লোকাল ট্রেনে, বাসে প্রতিদিন ভিক্ষুকদের পেটের তাগিদে ভিক্ষাবৃত্তি করতে দেখা যায়। এমন সময় অনেকেই ভিক্ষুককে টাকা দিতে অস্বীকার করেন। অজুহাত হিসাবে নগদ অথবা খুচরোর অভাবকে সামনে আনেন। এমন পরিস্থতিতে এক ডিজিট্যাল ভিখারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে এই ভিক্ষুক গলায় কিউআর কোড ঝুলিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক ভিক্ষুক তার হাতে কিউআর কোড নিয়ে মানুষের কাছে ভিক্ষা করছেন। ওই ট্রেনে উপস্থিত এক ব্যক্তি তার ভিডিও রেকর্ড করেন যা এখন ভাইরাল। এই ভিক্ষুক হাতে কিউআর কোড নিয়ে যেভাবে ভিক্ষা করছেন, তাতে মানুষের কোন অজুহাত দেওয়ারও কোন রাস্তা থাকবে না। লোকাল ট্রেনের প্রচণ্ড ভিড়ের মধ্যে এক ব্যক্তি গান গাইতে গাইতে হাতে কিউআর কোড নিয়ে ভিক্ষা করছেন।
যাত্রীদের মধ্যে অনেকেই এমন ডিজিট্যাল পদ্ধতিতে ভিক্ষা করতে দেখে অবাক হয়েছেন। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি মুম্বইয়ের লোকাল ট্রেনের। প্রায়ই মুম্বইয়ের লোকাল ট্রেনের অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।