Advertisment

উৎসবের মরসুমে দুঃস্থের মুখে খাবার, নজির গড়ে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে এই ব্যক্তি

মানবিকতার এক অনন্য নজির গড়েছেন মহম্মদ আশিক।

author-image
IE Bangla Web Desk
New Update
Digital creator buys meals for a family.

আশিককে একটি অভাবী পরিবারের জন্য কাছের একটি রেস্টুরেন্ট থেকে খাবারের সেট কিনতে দেখা যায়।

'মানুষই মানুষের প্রকৃত বন্ধু'…! এই প্রবাদ বাক্যটি একেবারে সত্যি করেছেন এক ডিজিট্যাল ক্রিয়েটার। দয়া, ভালবাসা এবং মানবিকতার এক অনন্য নজির গড়েছেন মহম্মদ আশিক।

Advertisment

শেয়ার করা সাম্প্রতিক ভিডিওতে, আশিককে একটি দরিদ্র এক পরিবারের জন্য রেস্টুরেন্ট থেকে খাবার কিনে তা বিলি করতে দেখা যাচ্ছে। পরিবারের তিনটি বাচ্চা, তাদের মা বাবার মুখে খাবার তুলে দিয়ে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে আসেন তিনি।

পরে আশিক পরিবারকে বাড়ি যাওয়ার অটো ভাড়াও দিয়ে দেন। নেটিজেনরা ভিডিওটিতে ভালবাসা, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। প্রতিক্রিয়ায় এক ইউজার লিখেছেন আপনার সমস্ত মহান কাজের জন্য ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন"।

Viral Video
Advertisment