প্রতিবন্ধকতাকে হারিয়ে জীবনযুদ্ধে হার না মানা লড়াই চমকে দিয়েছে সকলকে। হাত নেই, দুটো পা নেই.. তবুও হার মানতে নারাজ এই ব্যক্তি। বুকে ভর দিয়েই ভ্যান চালিয়ে রোজকার করেন ইনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি হাজার হাজার মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে।
Advertisment
পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা থাকলে কেউ তাকে আটকাতে পারবে না। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যারা হাল ছেড়ে না দিয়ে সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন তারাই জীবনযুদ্ধে জয়ী হন। হাত-পা না থাকা সত্ত্বেও থামতে রাজি নন এই ব্যক্তি। তার জীবন সংগ্রামের একটি ভিডিও ইন্সটাগ্রামে ভাইরাল হচ্ছে।
ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে 'ওদেরকে স্যালুট।' ভিডিওতে এক ব্যক্তিকে হাতে টানা ভ্যান চালাতে দেখা যাচ্ছে। ওই ব্যক্তির শরীর বলতে অবশিষ্ট সামান্যই। হাত নেই এবং কোমরের নীচে পাও নেই। বিশেষভাবে তৈরি ঠেলাগাড়িতে করে শহরের রাস্তায় ছুটতে দেখা যায় তাকে। এই গাড়িটি চালিয়েই মাল ডেলিভারি করে সংসার চালান তিনি।
এই ভিডিওটি এখন পর্যন্ত পঁচিশ হাজার মানুষ লাইক করেছেন। ভিডিওটি দেখে মানুষজন একেবারে হতবাক। সকলেই প্রকাশ্যে এই ব্যক্তির সাহসের প্রশংসা করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, এই ব্যক্তিই প্রমাণ কোনো কাজই অসম্ভব নয়।' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'আমরা ভারতীয়, যারা কখনও হাল ছেড়ে দেয় না।'