/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-11.jpg)
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বেশ কিছু ভিডিও ভাইরাল হয় যা আমাদের অনুপ্রেরণা জোগায়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক ব্যক্তিকে উভয় হাতের অর্ধেক অংশ না থাকা সত্ত্বেও সাধারণ মানুষের মতই বাইক চালাচ্ছেন। ভিডিও দেখে ওনার মনের জোরকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।
এই ভিডিওটি শেয়ার করেছেন মনীশ ত্রিবেদী নামে এক লিঙ্কডইন ব্যবহারকারী। ভিডিওতে দেখা যায়, দুই হাতের অর্ধেক অংশ নেই ওই ব্যক্তির। তারপরেই আর পাঁচজন সাধারণ মানুষের মতোই বাইক চালাচ্ছে তিনি। লোকটি বাইক চালানোর জন্য লোহার তৈরি দুটি সাপোর্টিং হ্যান্ডেল ব্যবহার করেছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি কোন ভয় ছাড়াই সাধারণ মানুষের মতো বাইক চালাচ্ছেন। তার পেছনে বাইকে সওয়ার আরও ২ জন।
এই ভিডিওটি পোস্ট করে, লিঙ্কডইন ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন যে "আপনি যদি মনে করেন যে আপনার জীবনে সমস্যা আছে, তাহলে সমাধানও রয়েছে এই জীবনেই।" লোকটির বাইক চালানোর দক্ষতা দেখে সবাই হতবাক। ব্যবহারকারীরাও তার বাইক চালানর প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী বলেছেন, 'এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক।' অপর একজন ব্যবহারকারী লিখেছেন, 'খুবই ঝুঁকিপূর্ণ, এটি সত্যিই একটি অনুপ্রেরণা জোগায়।'