New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-99.jpg)
প্যাশন যখন ফটোগ্রাফি!
ভিডিওতে ওই যুবককে বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফি করতে দেখা যায়, যা দেখে সকলেই স্তম্ভিত।
প্যাশন যখন ফটোগ্রাফি!
প্যাশন যখন ফটোগ্রাফি! প্রতিবন্ধকতা তখন তুচ্ছ, ভাইরাল হওয়া ভিডিও দেখে অনুপ্রাণিত হচ্ছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা। দুহাত না থাকা সত্ত্বেও স্রেফ নিজের ভালবাসার ফটোগ্রাফিকে ছাড়তে পারেনি এই যুবক।ফটোগ্রাফি তার কাছে বেঁচে থাকার রসদ। প্রতিবন্ধী যুবকের ফটোগ্রাফির প্রতি সখ ক্রমশই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা অনুপ্রাণিত করেছে লাখো মানুষকে।
আমরা সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ভিডিও দেখে থাকি যা আমাদের অনুপ্রাণিত করে। এই ধরনের ভিডিওগুলি জীবনের প্রতিকূল পরিস্থিতিতে হাসি মুখে পার করার সাহস জোগায়। এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দুটি হাত না থাকা সত্ত্বেও ফটোগ্রাফির প্রতি ভালবাসায় গলায় ক্যামেরা ঝুলিয়ে একের এর এক ছবি ক্লিক করছেন এক যুবক। ভিডিওতে ওই যুবককে বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফি করতে দেখা যায়। যা দেখে সকলেই স্তম্ভিত।
ये जनाब हरियाणा करनाल के महिंद्र उर्फ काका जी है।भाईसाहब मे परिस्थियों से लड़ने की गजब क्षमता है बहुत ही ऊर्जावान और मल्टी टेलेंटेड है। प्रोफेशनल फोटोग्राफर है साथ-साथ फोटोग्राफी इक्यूपमेंटस का सप्लायर भी है।इनको देखकर पोसिटिव वाइब्स का अनुभव होता है।अमित जी कहते है ख़ुद को इतना… pic.twitter.com/wto519XzdI
— Harpal Singh Bhatia ਹਰਪਾਲ (@BhatiaHarpal) March 7, 2023
বর্তমানে, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হরপাল সিং ভাটিয়া নামে এক ব্যক্তি। এটি শেয়ার করার সময়, প্রতিবন্ধী যুবকের সম্পর্কে তিনি লিখেছেন, ফটোগ্রাফারের নাম মহিন্দ্র ওরফে কাকা জি, যিনি হরিয়ানার বাসিন্দা। তিনি একজন পেশাদার ফটোগ্রাফার পাশাপাশি ফটোগ্রাফির নিজস্ব ব্যবসায় সামলান।
ভিডিওতে দেখা যায়, এক প্রতিবন্ধী ওই যুবককে গলায় ক্যামেরা ঝুলিয়ে দুই হাতের সাহায্যে একের পর এক ছবি ক্লিক করতে। যা দেখে সবাই অবাক। ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করছে। যা খবর লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে শেয়ার করা হচ্ছে। ভিডিওটিতে মন্তব্য করার সময় ব্যবহারকারীরা প্রতিবন্ধী ওই যুবকের সাহস ও ইচ্ছার প্রশংসা করছেন।