Advertisment

আলোয় মোড়া মিসেস ‘বিজলী দেবী’..., দিওয়ালির সেরা আকর্ষণ, ভিডিও ভাইরাল  

নেটিজেনতা এই ধরনের পোশাককে দীপাবলির জন্য একেবারে উপযুক্ত বলেই উল্লেখ করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
viral

আলোয় মোড়া শাড়ি পরে নেটদুনিয়ায় আলোড়ণ ফেলেছেন।

দেশজুড়ে আলোর উৎসবে মেতে উঠেছে আপামোর দেশবাসী। প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি সকলেই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। দিওয়ালি মানেই আলোর উৎসব। রঙবেরঙের আলোকসজ্জায় সেজে ওঠে দেশের প্রতিটি প্রান্ত। দিওয়ালির দিনেই সোশ্যাল মিডিয়া আলোর শাড়ি পরে হাজির এক মহিলা। তার এই ভিডিও নেটদুনিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে।

Advertisment

দীপাবলি মানে আলো ও আলোয় পূর্ণ এক রঙিন উৎসব। দীপাবলিতে, বাড়ি-ঘর মাটির প্রদীপ এবং আলো দিয়ে সাজানো হয়। এর মাঝেই মহিলা ঘর সাজানোর বদলে আলোয় মোড়া শাড়ি পরে নেটদুনিয়ায় আলোড়ণ ফেলেছেন।  মহিলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। নেটিজেনতা এই ধরনের পোশাককে দীপাবলির জন্য একেবারে উপযুক্ত বলেই উল্লেখ করেছেন।

varsha.yadav নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটিতে একজন মহিলাকে ঘাগরা চোলি পরা অবস্থায় দেখা যায়। দেশি স্টাইলে পরা মহিলা ঘাগড়ার সঙ্গে অনেক টুনি লাইন লাগানো রয়েছে। তাকে আলোয় মোড়া ওড়না ব্যবহার করতেও দেখা গিয়েছে। এই ঝলমলে পোশাক দেখে সবাই অবাক।

ভিডিওটি লাইক করেছেন ৫ লাখ মানুষ। ভিডিওটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, 'মিসেস বিজলী দেবী।' অপর এক ইউজার লিখেছেন, 'একে বলা হয় আসল দীপাবলির প্রস্তুতি।'

viral
Advertisment