Advertisment

গোটা পরিবারের জামা-কাপড় একসঙ্গে ধোয়া যাবে, বাঁচবে ইলেকট্রিক বিলও! ওয়াশিং মেশিনে মজে নেটপাড়া

ভিডিওটি দেখার পর সবাই অবাক

author-image
IE Bangla Web Desk
New Update
iral, Viral Video, Viral News, Viral Funny Photo, Funny Video Viral, Funny Photos Viral, Social Media Funny Photos, Social Media Funny Videos, Trending Content, Bizarre News, OMG News, Weird News

ভিডিওটি দেখার পর সবাই অবাক

প্রবল গরমের হাত থেকে বাঁচতে একেবারে দেশীয় স্টাইলে তৈরি এয়ার কুলার সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে। এবার ফের সামনে এল এমনই এক আজব সৃষ্টি। যা চমকে দিয়েছে কোটি কোটি মানুষকে। এবার পুরো পরিবারের জামাকাপড় কাচা যাবে একসঙ্গে। দেশীয় স্টাইলে তৈরি ওয়াশিং মেশিনের ভিডিও চমকে দিয়েছে সকলকেই।

Advertisment

এই ভিডিওতে, একজন ব্যক্তি ঘরে তৈরি একটি ওয়াশিং মেশিন তৈরি করেছেন, যেটি হুবহু আসল ওয়াশিং মেশিনের মতো কাজ করে। এই ভিডিওটি দেখার পর সবাই অবাক। ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি বড় ড্রামকে ওয়াশিং মেশিনে পরিণত করা হয়েছে।
এই ড্রামটি একটি জলের মোটরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, যার সাহায্যে এটি হুবহু ওয়াশিং মেশিনের মতো চলে। এটি একটি সস্তা এবং লাভজনক ওয়াশিং মেশিন।

ভিডিওটি এখন পর্যন্ত 1 কোটি 48 লাখের বেশি ভিউ পেয়েছে। যদিও অনেক ব্যবহারকারী বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া শেয়ার করেছেন। এক ব্যবহারকারী বলেছেন, 'ভারতে প্রতিভা নেই এমন কথা কে বলেন?' অপর একজন ব্যবহারকারী বলেন, 'এটি ভারত ভাই। এখানে যে কোনো কিছুই সম্ভব"। আরেক ব্যবহারকারী বলেছেন, 'পুরো পরিবারের কাপড় একবারে ধুয়ে ফেলুন।'

viral
Advertisment