New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/naked-protest.jpg)
নগ্ন হয়ে প্রতিবাদ জানাচ্ছে তারা। আর সেই ছবি ভাইরাল হয়ে পড়ে সোশাল মিডিয়ায়।
ঢাল তলোয়াড়হীন নিধিরাম সর্দার ডাক্তার- নার্স ও স্বাস্থ্যকর্মীরা? এমনই বেশ কিছু প্রশ্ন করে ভাইরাল নগ্ন ডাক্তার-নার্সের ছবি। কিন্তু কেন? জানা যাচ্ছে, পিপিই (পার্সোনাল প্রোটেক্টিভ ইকিউপমেন্ট) নেই, করোনার হাত থেকে বাঁচার জন্য নেই কোনো রক্ষাকবচ, এমনই বেশ কিছু অভিযোগকে সামনে রেখে নগ্ন হয়ে প্রতিবাদ জানাচ্ছেন বেশ কিছু ডাক্তার। সবাই যখন নিজেকে সুরক্ষিত রাখতে সর্বাঙ্গ ঢেকে ঘোরাফেরা করছে, ঠিক সে সময় একদল জার্মানের ডাক্তার প্রতিবাদ জানাচ্ছে, যাদের গায়ে একটা সুতোও নেই। সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে পড়ে নেটিজেনদের হাতে।
ওই স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের দাবি, শরীরিক সুরক্ষার অভাব, প্রতিরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নেই। তাই নগ্ন হয়ে প্রতিবাদ জানাচ্ছে তারা।
German doctors pose naked in protest at PPE shortages | Group says nudity is ‘a symbol of how vulnerable we are without protection’ https://t.co/Yju1QICA5X #Coronavirus #COVID19 pic.twitter.com/xfuhuCFRoE
— George Roussos (@baphometx) April 27, 2020
German doctors protesting the lack of PPE. https://t.co/CSZOEILqSt pic.twitter.com/AcPYi5grFO
— Barbara Malmet (@B52Malmet) April 28, 2020
*for enough protective gear. German doctors hope the @BlankeBedenken campaign will help to put the spotlight on shortages of sanitizers, masks, goggles and aprons???? #IWMD20 pic.twitter.com/tL17uS5z4F
— DW Business (@dw_business) April 28, 2020
#German Doctors Highlight Shortage Of Masks By Posing Naked In "Blanke Bedenken" Protest now trending on Monkey Viral - https://t.co/UDhukWMJbs pic.twitter.com/vjp7J21bjO
— Monkey Viral (@monkey_viral) April 28, 2020
German doctors protest against their lack of protection equipment against coronavirus:
“We are your general practitioners. To treat you safely, we need protective equipment. If we run out of what little we have, we look like this:” https://t.co/nInUBvuNY2 pic.twitter.com/ixd6VLZGy6— Alfons López Tena (@alfonslopeztena) April 27, 2020