Advertisment

কোভিডে ভেঙে পড়েছেন বৃদ্ধ, বুকে জড়িয়ে ধরলেন চিকিৎসক, মর্মস্পর্শী ছবি মন কেড়েছে নেটদুনিয়ার

পাশে দাঁড়ালেন শুধু নয়, জড়িয়ে ধরলেন ভালোবাসা থেকে, বুঝিয়ে দিলেন পাশে আছেন তাঁরা। সেই ছবি মুহুর্ত বন্দি হয়ে সোশাল মিডিয়ায় আসতেই ভাইরাল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অতিমারী ভাইরাস ছাড়েনি তাঁকে। কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক বৃদ্ধ। শারীরিক কষ্টের জের এতটাই যে ভেঙে পড়েছেন একেবারে। কিন্তু জীবনের লড়াইয়ে যারা জ্বালানি জুগিয়ে আসে সেই চিকিৎসক মহল ভেঙে পড়তে দিলেন কোথায়? পাশে দাঁড়ালেন শুধু নয়, জড়িয়ে ধরলেন ভালোবাসা থেকে, বুঝিয়ে দিলেন পাশে আছেন তাঁরা। সেই মুহুর্ত বন্দি হয়ে সোশাল মিডিয়ায় আসতেই ভাইরাল।

Advertisment

এই ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালের। ছবিতে দেখা যাচ্ছে কোভিড আক্রান্ত এক বৃদ্ধকে জড়িয়ে ধরেছেন চিকিৎসক। পিপিই কিট পড়ে রয়েছেন তিনি। এই ছবিটি থ্যাঙ্কস গিভিং দিনটিতে তোলা। গেটি ইমেজের ফোটোগ্রাফার গো নাকামুরা ছবিটি তুলেছেন। ছবিটি নাকামুরা নিজের ফেসবুক প্রোফাইলে দিতেই ভাইরাল হয়ে যায়।

ওয়াশিংটন পোস্ট জানায় চিকিৎসক ডা: বরুণ দেখেন হাসপাতালের বিছানায় শুয়ে কাঁদছেন এক বৃদ্ধ, সাহায্যের আর্তি ভেসে আসছে গলায়। বলতে শোনা যায়, "আমি আমার স্ত্রীর কাছে যেতে চাই"। ডা: বরুণ গত ২৫১ দিন ধরে টানা কাজ করে আসছেন। কোভিড রোগীদের তিনিই দেখভাল করেন।

শান্ত করলেন কীভাবে? বরুণ বলেন, "একটা স্পর্শ দরকার হয়। আমি শুধু গিয়ে ওঁকে বললাম আপনি ঠিক হয়ে যাবেন।" ডা: বরুণের কথায়, "এখানে বেশি দিন থাকলে অনেকেই ডিপ্রেসড হয়ে পড়েন। অনেকটা জেলের মত।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral
Advertisment