মানসিক চাপ কমাতে অপারেশন থিয়েটারের ভিতরে নেচে কুঁদে অস্থির এক চিকিৎসক। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে মুহূর্তেই তার সেই নাচের ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শিশু থেকে বৃদ্ধ সোশ্যাল মিডিয়ার ডান্স ক্রেজে সামিল সকলেই।
Advertisment
ইন্সটা রিলে চক্করে রেল স্টেশন থেকে শুরু করে শপিং মল যেখানে সেখানে যখন তখন কাউকে না কাউকে নাচতে এবং রিল বানাতে দেখা যায়। এবার ওটিতেই চিকিৎসকের নাচের ভিডিও অবাক করেছে নেটিজেনদের। সাধারণ ভাবে আইসিইউতে চিকিৎসা পরিষেবা এবং ওটিতে রোগীর অস্ত্রোপচারের কথা আমাদের সকলেরই জানা। তবে এই চিকিৎসক ওটিতে নেচে ইতিমধ্যেই হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া সেনশেসন।
ভাইরাল হওয়া এই ভিডিওতে, অপারেশন থিয়েটারের ভিতরে একজন চিকিৎসকের সওদাগর ছবির বিখ্যাত গান ইলু-ইলুতে আশ্চর্যজনকভাবে নাচতে দেখা যায়। চিকিৎসকের নাচের ভিডিও সামনে আসার এটাই প্রথম ঘটনা নয়, এর আগেও তার একাধিক নাচের ভিডিও সামনে এসেছে।
মানসিক চাপ কমানোর এই সেরা উপায়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা পছন্দ করেছেন লক্ষ লক্ষ মানুষ। এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, এখনও পর্যন্ত ৩০ লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। ২ লাখ ৩৪ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছে। চলতি বছরের ১৪ মার্চ শেয়ার করা এই ভিডিওটি বেশ পছন্দ হচ্ছে। এই ভিডিওতে বিভিন্ন মজার প্রতিক্রিয়া দেওয়ার সময়, ব্যবহারকারীরা চিকিৎসকের প্রশংসায় পঞ্চমুখ।