New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_127fce.jpg)
অপারেশন থিয়েটারে প্রি-ওয়েডিং শ্যুট। চিকিৎসকদের এমন কাণ্ড ঘিরে জোর চর্চা নেটপাড়ায়।
অপারেশন থিয়েটারে প্রি-ওয়েডিং শ্যুট। চিকিৎসকদের এমন কাণ্ড ঘিরে জোর চর্চা নেটপাড়ায়।
অপারেশন থিয়েটারে প্রি-ওয়েডিং শ্যুট। চিকিৎসকদের এমন কাণ্ড ঘিরে জোর চর্চা নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি। মাঝে মধ্যেই সামনে আসে নানান অবাক করা ভিডিও। তেমনই এক ভিডিও আলোড়ণ ফেলেছে নেটদুনিয়ায়। অপারেশন থিয়েটারে প্রি-ওয়েডিং শ্যুটে ব্যস্ত চিকিৎসক। অবিশ্বাস্য কাণ্ডে নেটজনতার চোখ কপালে।
হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রি-ওয়েডিং ফটোশুটে এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছে। ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও শুক্রবারই বরখাস্ত করেছেন ওই চিকিৎসককে। জানা গিয়েছে চিত্রদুর্গ জেলার একটি সরকারি হাসপাতালের একটি অপারেশন থিয়েটারে এই কাণ্ড ঘটান ওই চিকিৎসক।
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেছেন, “সরকারি হাসপাতালগুলি জনসাধারণের পরিষেবার জন্য, ব্যক্তিগত আমোদ-প্রমোদের জন্য নয়। আমি এ ধরনের আচরণ কোনভাবেই বরদাস্ত করব না।” তিনি আরও বলেছেন, “আমি ইতিমধ্যেই সরকারি হাসপাতালের প্রাঙ্গণ অপব্যবহার না করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।”
कैसे कैसे नमूने भरे पड़े हैं सच में....!
कर्नाटक में ऑपरेशन थिएटर में डॉक्टर ने कराई अपनी प्री-वेडिंग शूट, मंगेतर के साथ की फेक सर्जरी
अब सरकार ने डॉक्टर को किया बर्खास्त#Karnataka pic.twitter.com/kWOltFUwIp— Versha Singh (@Vershasingh26) February 10, 2024
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে চিকিৎসক অভিষেক একজন রোগীর অস্ত্রোপচার করছেন। সে সময় তার বাগদত্তা তার সামনে দাঁড়িয়ে তাকে সাহায্য করছে। মাত্র এক মাস আগে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন তিনি। ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। ভিডিওটি @Vershasingh26 নামের একটি X হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে।