New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-202.jpg)
গ্যের বিষয় কাঁচি থাকার পরেও মহিলার পেটে কোন প্রকার ইনফেকশন হয়নি।
অপারেশনের সময় মহিলার পেটে কাঁচি রেখেছিলেন চিকিৎসক, পরে সেটি বের না করেই সেলাই করে দেন পেট। এক বছর ধরে চরম যন্ত্রণায় ভোগ করেন ওই মহিলা। এরপর তিনি আবারও চিকিৎসকের কাছে যান তখন ফের একবার ইউএসজি করে দেখা যায় মহিলার পেটেই রয়ে গিয়েছে একটি কাঁচি । তা দেখে ঘাবড়ে যান ওই চিকিৎসক। তড়িঘড়ি অপারেশনের সিদ্ধান্ত নেন। কাঁচি বের করার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে ওই মহিলা। আর এমনই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
টুইটারে মরবিড নলেজ নামের হ্যান্ডেলে একটি এক্স-রে-র একটি ছবি শেয়ার করা হয়েছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই এক্স-রে প্লেটে পেটের ভিতরে একটি লম্বা কাঁচি দেখা যাচ্ছে। আসলে ৬৯ বছর বয়সী ওই মহিলার সিডনির সেন্ট জর্জ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছিল এবং তার কোলনের কিছু অংশ অপসারণ করা হয়েছিল, এই অপারেশনটিও সফল হয়েছিল, কিন্তু অপারেশনের কয়েক মাস পরেই, ফের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। রিপোর্টে দেখা যায় মহিলার পেটে 6.7 ইঞ্চি কাঁচি রয়ে গিয়েছে।
In 2001, Pat Skinner, 69, had part of her colon removed at Sydney’s St. George Hospital in. But she said that she continued to suffer intense pain in her abdomen for months after the operation.
Eventually, she demanded doctors x-ray her abdomen. They did and discovered the… pic.twitter.com/kImEihrR3D— Morbid Knowledge (@Morbidful) June 21, 2023
পরে সেটি অপারেশন করে বের করা হয়। ভাগ্যের বিষয় কাঁচি থাকার পরেও মহিলার পেটে কোন প্রকার ইনফেকশন হয়নি। সম্প্রতি, এই মহিলার স্ক্যানের ছবি শেয়ার করা হয়েছে যা দেখে অনেক ব্যবহারকারীই অবাক। একজন ব্যবহারকারী লিখেছেন, 'ডাক্তারের অবহেলার কারণে রোগীর প্রাণ যেতে পারত।' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'এই মহিলার জীবন রক্ষা পাওয়া ভাগ্যের ব্যাপার।'