New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/doctor-feature.jpg)
এরকম অবস্থায় সম্প্রতি এক মহিলা ডাক্তার গরমি গানের সঙ্গে হাসপাতালে নাচ করলেন। যা রীতিমত সেনসেশন ছড়িয়েছে নেট পাড়ায়।
পিপিই পরে থাকলে যে প্রচন্ড গরম লাগে, তা বহুবার নানা ভাবে বুঝিয়ে এসেছেন ডাক্তারা। কারণ একেবারে প্রথম সারিতে দাঁড়িয়ে থকে করোনা সঙ্গে লড়তে একেবারে বায়ু রুদ্ধ পোশাক পরতে হয় তাদের। এতে প্রচন্ড ঘাম হচ্ছে। কুঁচকে যাচ্ছে শরীরের চামড়া। দীর্ঘক্ষণ বাথরুম ব্যবহার করতে পারছে না। এরকম অবস্থায় সম্প্রতি এক মহিলা ডাক্তার গরমি গানের সঙ্গে হাসপাতালে নাচ করলেন। যা রীতিমত সেনসেশন ছড়িয়েছে নেট পাড়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে , সম্পূর্ণ পিপিই পরে রয়েছেন ডাক্তার রিচা নেগি। তিনি যে নাচে বেশ পারদর্শী তা বলার বাকি রাখে না। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে মূলতে নাচের ভিডিওতেই ভরপুর।
দেখুন ভিডিওটি