বৃদ্ধের চোখের মধ্য়ে জলজ্য়ান্ত কৃমি! দেখলে শিউরে উঠবেন

ডাক্তারদের চেষ্টায় ওই বৃদ্ধের চোখ থেকে কমপক্ষে ২০টি জলজ্য়ান্ত কৃমি বের করা হয়েছে। এ ঘটনা দেখলে শিউরে উঠবেন আপনি।

ডাক্তারদের চেষ্টায় ওই বৃদ্ধের চোখ থেকে কমপক্ষে ২০টি জলজ্য়ান্ত কৃমি বের করা হয়েছে। এ ঘটনা দেখলে শিউরে উঠবেন আপনি।

author-image
IE Bangla Web Desk
New Update
China, চিন, চোখের মধ্য়ে কৃমি

চোখের মধ্য়ে বাসা বেঁধেছে কৃমি! এমন কাণ্ডই ঘটেছে চিনে।

কয়েকমাস আগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের চোখে অস্বস্তি হয়েছিল। তখন কী আর জানতেন তিনি যে, তাঁর চোখের মধ্য়ে কে বাসা বেঁধেছে! না, সত্য়িই তিনি ভাবতেই পারেননি। কী করেই বা ভাববেন! চোখের মধ্য়ে বাসা বেঁধেছে কৃমি! এমন কাণ্ডই ঘটেছে চিনে। শেষে ডাক্তারদের চেষ্টায় ওই বৃদ্ধের চোখ থেকে কমপক্ষে ২০টি জলজ্য়ান্ত কৃমি বের করা হয়েছে। এ ঘটনা দেখলে শিউরে উঠবেন আপনি।

Advertisment

দ্য় ডেইলি স্টার সূত্রে জানা গিয়েছে, যখন প্রথম চোখে অস্বস্তিবোধ হয়েছিল, তখন ওই বৃদ্ধ ভেবেছিলেন যে, হয়তো ক্লান্তি থেকে এমনটা হচ্ছে। কিন্তু কয়েকদিন পরই যন্ত্রণা হয় তাঁর। তারপরই  সুঝাউ এলাকায় ডাক্তারের দ্বারস্থ হন তিনি।

আরও দেখুন : চিতার দুরন্ত লাফ, দেখলে চোখ কপালে উঠবে!

দেখুন ভিডিও:

Advertisment

src="https://www.youtube.com/embed/oN5OMi-xJOI" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

এরপরই ডাক্তাররা পরীক্ষা করে দেখেন, ওই বৃদ্ধের ডান চোখের চোখের পাতায় কমপক্ষে ২০টি জ্য়ান্ত কৃমি বাসা বেঁধেছে। এরপরই চিকিৎসা করে তাঁর চোখ থেকে বের করা হয় কৃমিগুলি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral