মলদ্বার থেকে বেরোলো গোটা তেলাপিয়া মাছ, বসে পড়েছিলেন তার উপর

দ্য মেট্রো জানিয়েছে মাছটি কত বড় তা স্পষ্ট নয়, তবে নীল তেলাপিয়া সাধারণত ৩০ থেকে ৪০ সেন্টিমিটার লম্বা হয়।

দ্য মেট্রো জানিয়েছে মাছটি কত বড় তা স্পষ্ট নয়, তবে নীল তেলাপিয়া সাধারণত ৩০ থেকে ৪০ সেন্টিমিটার লম্বা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা ভাইরাল খবর:  পুলিশের কাছে সইফ করিনার ধমক খাওয়া গ্রেফতার গাধা

উদ্ভট ঘটনা নিয়ে জোর চর্চা শুরু করেছে সোশাল মিডিয়ায়। চীনের এক ব্যক্তির মলদ্বার থেকে বের করা হয়েছে মাছ। চীনের চিকিত্্সকদের কাছ থেকে জানা গিয়েছে ভুল করে মাছে উপর বসে পরার পরই মলদ্বার দিয়ে ঢুকে যায় সে। এই আজব ঘটনা ইতিমধ্যে ভাইরাল নেট নাগরিকদের হাতে।

Advertisment

বেশ কিছু দিন ধরে পেটে ব্যাথায় কাতরাচ্ছিল বছর ৩০ এর ওই ব্যক্তি। দক্ষিণ চীন এর গুয়াংডং প্রদেশের ঝাওকিং ফার্স্ট পিপলস হাসপাতালে ডাক্তার দেখায় সে।

ডেইলি মেলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিটি স্ক্যান এবং এক্স-রে রিপোর্টের পর জানা যায় তার অন্ত্রের ভিতরে একটি মৃত তেলাপিয়া মাছ রয়েছে। তাও একেবারে গোটা।

Advertisment

জরুরী এন্ডোস্কপির মাধ্যমে চিকিত্সকরা মাছটি বের করার চেষ্টা করলেও, মাছটি খুব বড় বলে বের করা সম্ভব হয়না। পরে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়। দ্য মেট্রো জানিয়েছে মাছটি কত বড় তা স্পষ্ট নয়, তবে নীল তেলাপিয়া সাধারণত ৩০ থেকে ৪০ সেন্টিমিটার লম্বা হয়। মাছের উপর ওই ব্যক্তি কীভাবে বসেছিল তা জানা যায়নি।

Read the full story in english

viral news viral