New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-68.jpg)
সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে এই কুকুরটির নাম রায়ান।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর কুকুরের এই গল্প মন জয় করেছে লাখ লাখ মানুষের।
সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে এই কুকুরটির নাম রায়ান।
মানুষের সঙ্গে কুকুরের সখ্যতার কথা সকলেরই জানা। তার প্রভু-ভক্তির কারণে কুকুররা তার মালিকদের প্রতি তাদের অটল আনুগত্যের জন্য পরিচিত। তবে শুধুমাত্র মানুষের সঙ্গে নয় অন্যান্য প্রাণীদের সঙ্গে কুকুররা একটি শক্তিশালী বন্ধন তৈরি করতে পারে তারই এক জলজ্যান্ত উদাহরণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সম্প্রতি, এমন একটি কুকুরের গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি কুকুর হয়ে উঠেছে ১৫০ বিড়ালছানার মা। বিড়ালছানাদের সঙ্গে একেবারে সন্তানের মত আচরণ করে কুকুরটি। শিশুদের মতো ভালবাসে সে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর কুকুরের এই গল্প মন জয় করেছে লাখ লাখ মানুষের।
সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে এই কুকুরটির নাম রায়ান। সে ১৫০ টিরও বেশি বিড়ালছানা পালনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে রায়ানের এই উদারতার কথা জানিয়েছে তার মালিক। কীভাবে রায়ান বিড়ালছানাদের লালন পালনে তার প্রভুকে সাহায্য করে নিজের হাতে তাদের যত্ন নেয় সেই সবই উঠে এসেছে এই পোস্টে। পোস্টটিতে আরও বলা হয়েছে যে বিড়ালছানাদের সঙ্গেরায়ানের সম্পর্ক খুবই সুন্দর। সে মায়ের মতো বিড়ালছানাদের কোলে করে আগলে রাখে।