New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-218.jpg)
লাঠি দিয়ে কুকুরটিকে আঘাত করতেই কুকুরটির, রাগ সপ্তমে পৌঁছায়।
ঝাঁপিয়ে পড়ে একের পর কামড়, ভয়ঙ্কর ভিডিও প্রকাশ্যে। দেখেই হাড় হিম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভয়াবহ ভিডিও। যেখানে দেখা এক ব্যক্তি একটি হিংস্র প্রজাতির কুকুরকে ধরে আছেন। যখন অন্য ব্যক্তি তাকে একটি গাছের ডাল দিয়ে কুকুরটির মুখে বারি মারতেই কুকুরটি ঝাঁপিয়ে পড়ে লোকটির ওপর। গাছের ডাল দিয়ে কুকুরটিকে আঘাত করতেই কুকুরটির, রাগ সপ্তমে পৌঁছায়।
Well done 😂😂 pic.twitter.com/nkFH2W1OB9
— CCTV IDIOTS (@cctvidiots) May 23, 2023
ভিডিওতে দেখা যাবে কীভাবে কুকুরের হাত থেকে প্রাণ বাঁচাতে হিমশিম খাচ্ছেন ওই ব্যক্তি। তার বন্ধুও তাকে উদ্ধারের জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তারপরও তাকে কুকুরের খপ্পর থেকে বাঁচাতে পারে না। এই ভিডিওটি @cctvidiots টুইটারে পোস্ট করেছে। ভিডিওটিতে প্রায় ৬০ লাখ ভিউ এসেছে এবং কমেন্টের কথা বললে সকলেই কমেন্টে কুকুরের প্রশংসা করছেন। অনেকেই বলেছেন “যেমন কর্ম তেমনই প্রাপ্য"