New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_bc9570.jpg)
গরম থেকে বাঁচতে দারুণ এক আইডিয়া বের করেছে একটি কুকুর।
গরম থেকে বাঁচতে দারুণ এক আইডিয়া বের করেছে একটি কুকুর।
গরম বাঁচার ধুঁয়াধার আইডিয়া, ঝড়ের বেগে ভাইরাল কুকুরের ভিডিও।
প্রচণ্ড গরম থেকে সবে কিছু মুক্তি মিললেও মানুষের মনে রয়েছে গরমের আতঙ্ক। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর কী আবার চড়বে পারদ? তীব্র গরম নাকাল করবে মানুষজনকে? দেখা দিচ্ছে প্রশ্ন।
প্রচণ্ড গরম থেকে বাঁচতে কেউ কুলার কিনছেন আবার কেউ এসি লাগাচ্ছেন। সবাই এই প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে যেন মরিয়া হয়ে উঠেছে। মানুষ হোক বা পশু, প্রচণ্ড গরমে সকলেরই দমবন্ধ দশা। এর মাঝেই গরম থেকে বাঁচতে দারুণ এক আইডিয়া বের করেছে একটি কুকুর। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে গরম থেকে বাঁচার জন্য কুকুরটি একটি ফ্রিজের ভিতর ঢুকে বসেছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি @Gulzar_sahab নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা হয়েছে, 'গরম থেকে বাঁচার জন্য এটি একটি দুর্দান্ত সমাধান।'
गर्मी से बचने का मस्त जुगाड़ है।🤣 pic.twitter.com/5AeRBkp0iL
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) May 6, 2024
খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৬৫ হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন-এটা একটা দারুণ আইডিয়া। একজন ব্যবহারকারী লিখেছেন- দুর্দান্ত!