পার্কিংয়ের দায়িত্ব কাঁধে নিয়েই সেরা চমক চারপেয়ের, দেখুন মজার ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
Latest dog Viral Video, News Nation Viral Video, Viral Video, dog Trending Viral Video, Viral News in Hindi, Viral Video Clip, Viral Video News, fuuny dog video,, न्यूज़ नेशन, news nation, news nation live tv, news nation live, news nation videos

সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও।

কুকুরের সঙ্গে মানুষের সখ্যতা সকলেরই জানা। আমাদের সকলের অনেক সময় সাধের পোষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলেই পোষ্য কুকুরকে পরিবারের সদস্যের মতোই দেখেন। হয়ে গেছে। কুকুরের আনুগত্যের প্রশ্নাতীত। কুকুরই একমাত্র প্রাণী যাকে অন্ধভাবে বিশ্বাস করা যায়। কুকুরের নানান মজার কাণ্ডকারখানার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আজ এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আপনি অবাক হবেন।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি কুকুর পার্কিং লটে বসে রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পার্কিং লটে বসে গাড়ি চালককে পার্কিংয়ের বিষয়ে ইশারায় নির্দেশ দিচ্ছে। গাড়ির চালকেও কুকুরের শুনে পার্কিং করতে দেখা যাচ্ছে।

Advertisment

ভিডিওটি একজন টুইটার ব্যবহারকারী শেয়ার করেছেন। ভিডিওটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন 'স্মার্ট কুকুর'। অপর এক ইউজার লিখেছেন, আমি চাই আমার কুকুরকে এভাবে প্রশিক্ষণ দিতে। কুকুরের এই ভিডিও মানুষের মন জয় করেছে।

viral