Advertisment

রাস্তায় ভবঘুরেকে জড়িয়ে ধরে ভালবাসা প্রকাশ করল সারমেয়, রইল মিষ্টি ভিডিও

এমন ভিডিও দেখে বেজায় আপ্লুত নেটিজেনরা

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাস্তায় ভবঘুরেকে জড়িয়ে ধরে ভালবাসা প্রকাশ করল সারমেয়

কুকুরের সঙ্গে মানুষের বন্ধুত্বের সম্পর্কের কথা সকলেরই জানা। এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন এক হৃদয়গ্রাহী ভিডিও যা দেখে রীতিমত আপ্লুত নেটিজেনরা। রাস্তার ধারে এক ভবঘুরেকে বসে থাকতে দেখে কুকুরটি তার কাছে যায়, এবং তাকে আলিঙ্গন করে। এদিকে এমন মজার ভিডিও ভাইরাল হতেই তাতে প্রায় ৫ লক্ষের বেশি ভিউ হয়েছে।

Advertisment

টুইটারে শেয়ার করা এই ভিডিওতে দেখা যায়, রাস্তার ধারে এক ভবঘুরে বসে রয়েছেন, কুকুরটি প্রথমে তার আছে আসে, কিছুক্ষণ পাশে বসে থাকে তারপর, ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে। এবং শেষমেশ লোকটিও কুকুরটিকে জড়িয়ে ধরে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “ কুকুরটি বুঝেছিল, ভবঘুরে মানুষটির একটু ভালবাসার প্রয়োজন।

এদিকে এই ভিডিও ভাইরাল হতেই তাতে লাইক এবং কমেন্টের বন্য বয়ে গেছে। সকলেই এমন মনোরম ভিডিও দেখে বেজায় খুশি। অনেকে নানা মিষ্টি কমেন্টও করেন ভিডিওতে। একজন তাঁর কমেন্টে লিখেছেন, “দুজনেরই আজ ভালবাসা বড়ই প্রয়োজন”।

Advertisment