ট্রেডমিলে ঘাম ঝরাচ্ছে সাধের পোষ্য, ভিডিও দেখে আহ্লাদে আটখানা নেটপাড়া

পোস্টটি হাজার হাজার ভিউ এবং সহ অজস্র প্রতিক্রিয়া অর্জন করেছে।

পোস্টটি হাজার হাজার ভিউ এবং সহ অজস্র প্রতিক্রিয়া অর্জন করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"dog, human, gym buddy, adorable video, cute, instagram, viral video, workout buddy, trending

কুকুরই মানুষের সেরা বন্ধু! সোশ্যাল মিডিয়ায় সাধের পোষ্যের নানান মজার ভিডিও মাঝে মধ্যেই ভাইরাল হয়। কুকুরের সেই সব আজব কাণ্ডকারখানা দেখে হাসির রোল ওঠে নেটপাড়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোষ্যের এক মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জিম সেশনে ট্রেডমিলে মালিকের সঙ্গে ওয়ার্ক আউটে ঘাম ঝরাতে দেখা গিয়েছে আধের পোষ্যকে। যা দেখে আহ্লাদে আটখানা নেটপাড়া। মজার এই ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়।

Advertisment

ভাইরালহগ ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা, ক্লিপটিতে একজন মহিলাকে ট্রেডমিলে হাঁটতে দেখা যাচ্ছে। ওয়ার্কআউটের সময় একটি কুকুরকে তার সঙ্গে গায়ের ঘাম ঝরাতে দেখা যাচ্ছে। যা দেখে হেসে খুন নেটিজেনরা।

Advertisment

পোস্টটি হাজার হাজার ভিউ এবং সহ অজস্র প্রতিক্রিয়া অর্জন করেছে। লোকেরা ভিডিওটিকে দারুণ ভাবে পছন্দ করেছে এবং জিমে এমন বন্ধুকে দেখে আপ্লূত নেটিজেনরা।

Viral Video