সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই অদ্ভুত কিছু ভিডিও ভাইরাল হয়। কিছু ভিডিও বেশ মজার, কিছু বেশ ভয়ঙ্কর। এই রকমই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করা হয়েছে, যাতে কিছু যুবককে একটি কুকুরছানাকে মদ খাওয়াতে দেখা যায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ভিডিওটি রাজস্থানের। । এই ভিডিও ভাইরাল হওয়ার পরে, ব্যবহারকারীরা এই ধরণের কাজের নিন্দা করছেন। এছাড়াও, পশুপ্রেমীরাও এই ভিডিওতে বেশ ক্ষুব্ধ।
ভিডিওতে দেখা যাচ্ছে, কিছু লোক প্রবল ঠান্ডার মধ্যে আগুন পোহাতে পোহাতে মদ্যপান করছেন। সবার হাতে রয়েছে প্লাস্টিকের গ্লাসে ভর্তি মদ। ভিডিওতে তাদের মধ্যে একটি কুকুরছানাকেও দেখা যাচ্ছে। কুকুরছানাটিকে যুবকরা একটি প্লাটিকের গ্লাসে মদ দিয়েছেন। কুকুরছানারটিও তা চেখে দেখছে। কাছেই বসা এক যুবক গোটা ঘটনার ভিডিও করছেন।
উল্লেখ্য, এই ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে রাজস্থান পুলিশ। সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যবহারকারী এই পোস্ট রাজস্থান পুলিশকে ট্যাগ করছেন এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে কেউ কেউ এ ধরণের কাজকে অমানবিক আখ্যা দিয়ে সমালোচনা করছেন।