New Update
Viral: পিকনিকে আকন্ঠ মদ্যপান, সঙ্গী কুকুরছানাও, ভিডিও ভাইরাল হতেই ক্ষুদ্ধ পশুপ্রেমীরা
ভিডিওতে দেখা যাচ্ছে, কিছু লোক প্রবল ঠান্ডার মধ্যে আগুন পোহাতে পোহাতে মদ্যপান করছেন। সবার হাতে রয়েছে প্লাস্টিকের গ্লাসে ভর্তি মদ। ভিডিওতে তাদের মধ্যে একটি কুকুরছানাকেও দেখা যাচ্ছে। কুকুরছানাটিকে যুবকরা একটি প্লাটিকের গ্লাসে মদ দিয়েছেন। কুকুরছানারটিও তা চেখে দেখছে। কাছেই বসা এক যুবক গোটা ঘটনার ভিডিও করছেন।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন
Advertisment