New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_91d3f1.jpg)
দাবাং স্টাইলে টহল! মহিষের পিঠে বেতাজ বাদশা'র শহর পরিক্রমা, মজার ভিডিও ভাইরাল
সম্প্রতি এক ভিডিও ঝড়েরে বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দাবাং স্টাইলে এক পথকুকুরকে দুটি মহিষের পিঠে চড়ে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।
দাবাং স্টাইলে টহল! মহিষের পিঠে বেতাজ বাদশা'র শহর পরিক্রমা, মজার ভিডিও ভাইরাল
Viral Video: সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি। নেটদুনিয়ায় মাঝে মধ্যেই ভাইরাল হয় পশু-পাখির নানান মজার মজার ভিডিও। আর এই ভিডিওগুলি সাধারণের মন ছুঁয়ে যায়। সম্প্রতি এক ভিডিও ঝড়েরে বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দাবাং স্টাইলে এক পথকুকুরকে দুটি মহিষের পিঠে চড়ে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।
মজার এই ভিডিওটি ইন্টারনেটে ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পথ কুকুর দুটি মহিষের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে তার যাত্রা উপভোগ করছে। কুকুরটি একেবারে দাবাং স্টাইলে দাঁড়িয়ে রয়েছে। রাস্তাত থাকা মানুষজন এই দৃশ্য দেখে তো পুরোপুরি অবাক। সুন্দরভাবে ভারসাম্য বজায় রেখে কুকুরটিকে দুটি মহিষের পিঠে চড়ে যেতে দেখে নেটিজেনরা বিস্মিত।
এই ভিডিওটি শাজিয়া চৌধুরী (@PChaudhry_) নামে একটি অ্যাকাউন্ট থেকে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে পোস্ট করা হয়েছে। ১৬ সেকেন্ডের এই ক্লিপে কুকুরটিকে মহিষের পিঠে চড়ে দাবাং স্টাইলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ভিডিওটি দেখলে মনে হয়, কোন রাজা তার রথে চড়ে প্রজাদের সাথে দেখা করতে যাচ্ছেন।
আরও পড়ুন : < Viral Video: জীবন বাজি রেখে কুকুরকে উদ্ধারে প্রাণপাত, উদারতাকে প্রশংসায় ভরাল নেটপাড়া! >
हर कुत्ते का दिन आता है ये सुना था
आज देख भी लिया😂😂😂 pic.twitter.com/9gkjq54vsn— S͟H͟A͟Z͟I͟Y͟A͟ C͟H͟A͟U͟D͟H͟A͟R͟Y͟ (@pchaudhry_) July 26, 2023
ক্লিপটি এই খবর লেখার সময় পর্যন্ত ৯৩ লাখেরও বেশি ভিউ পেয়েছে। একই সঙ্গে লাইক দিয়েছেন আট হাজার মানুষ। এ ছাড়া ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।