New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/viral-ranu.jpg)
সেকী কাণ্ড! সুবীর বাবু যত গলা চড়াচ্ছেন, কুকুরটিও উচ্চস্বরে তার সঙ্গে গলা মিলিয়ে চলেছে।
সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল একটি অদ্ভুত ভিডিও। যেখানে মালিক ও তার পোষ্য গলা ছেড়ে গান ধরেছে। যা দেখে হেসে খুন নেটিজেনরা।
ভাইরাল হওয়া ভিডিওটে দেখা যাচ্ছে, পোষ্য বাঘার সঙ্গে হারমোনিয়াম সহ সঙ্গীত চর্চা করতে বসেছিলেন সুবীর খাঁ। সেকী কাণ্ড! সুবীর বাবু যত গলা চড়াচ্ছেন, কুকুরটিও উচ্চস্বরে তার সঙ্গে গলা মিলিয়ে চলেছে।
মাঝে মাঝে তেরি মেরি কাহানি গান টি গেয়ে উঠছেন সুবীর বাবু, তখন তাঁর সঙ্গে আপ্রাণ চেষ্টা করে গলা মেলাচ্ছ বাঘা।
দেখুন ভিডিও...