New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats_414b77.jpg)
রাধে-রাধে শুনে তালি দিতে শুরু করল পথকুকুর। এই ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছে নেটিজেনরা।
রাধে-রাধে শুনে তালি দিতে শুরু করল পথকুকুর। এই ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছে নেটিজেনরা।
রাধে-রাধে শুনে তালি দিতে শুরু করল পথকুকুর। এই ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছে নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি চারপেয়ের ভিডিও বর্তমানে ট্রেন্ড করছে। রাধে-রাধে শুনে তালি দিতে শুরু করল পথকুকুর। এই ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছে নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ার জগৎ বড়ই আজব। প্রতিদিন এমন অনেক ভিডিও সামনে আসে যা মানুষকে অবাক করে। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে রাধে রাধে শুনে ভক্তি বিহ্বল পথকুকুর। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে ভিডিওটি।
ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা, কুকুরটিকে দেখে 'রাধে-রাধে' বলতে শুরু করেন। এরপর কুকুরটি ভক্তিভরে তালি দিতে শুরু করে। মিষ্টি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মানুষের মন জয় করেছে।
ভিডিওটি @ChapraZila নামের একটি পেজ থেকে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লেখা আছে 'যখন কুকুরও রাধে রাধে প্রেম করতে শুরু করে'। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১০ হাজার ৯০০ জন। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী মন্তব্যে 'অ্যামেজিং' লিখে তার মতামত প্রকাশ করেছেন।
দেখুন ভিডিও
जब कुत्ता भी प्रेम से राधे राधे करने लगा 🙏❤️ pic.twitter.com/yV8z8BJClP
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) January 27, 2024