New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-346.jpg)
রাজার হালে রাজকীয় ভ্রমণ, বোনেটে দাঁড়িয়েই সেরা স্টান্ট চারপেয়ের
কুকুরটি খুব আরাম করে দাঁড়িয়ে আছে এবং গাড়িও খুব দ্রুত ছুটে চলেছে।
রাজার হালে রাজকীয় ভ্রমণ, বোনেটে দাঁড়িয়েই সেরা স্টান্ট চারপেয়ের
দ্রুত গতিতে ছুটে চলা গাড়িতে চেপেই শহর ভ্রমণ। না এ কোন যেমন তেমন ভ্রমণ নয়। এমন ভ্রমণ দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। গাড়ির বোনেটে দাঁড়িয়ে শহর পরিক্রমা কুকুরের। ভিডিও দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। কিছু কিছু ভিডিও এমনই হয় যা দেখার পর নিজের চোখকেও বিশ্বাস করা যায় না।
চমকে দেওয়ার মত এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালড হয়েছে। ভিডিও দেখে অদ্ভুত প্রতিক্রিয়া দিচ্ছেন কুকুরপ্রেমীরা। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে কুকুরটি গাড়ির বোনেটে দাঁড়িয়ে আছে। সেই অবস্থাতেই দ্রুত গতিতে ছুটে চলেছে গাড়ি। কুকুরটি খুব আরাম করে দাঁড়িয়ে আছে এবং গাড়িও খুব দ্রুত ছুটে চলেছে।
এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। কয়েক লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। ভিডিও নিয়ে মানুষের প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কুকুরটি খুবই সাহসী’। ভিডিওটিতে অনেক প্রতিক্রিয়া সামনে আসছে, যা দেখে আপনি হাসি থামাতে পারবেন না।