New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-222.jpg)
গনেশকে প্রণাম জানিয়ে চোখের পলকে মোদক চুরি কুকুরের
'মোদক চোর' কুকুরের কাণ্ড হেসে খুন নেটপাড়া।
গনেশকে প্রণাম জানিয়ে চোখের পলকে মোদক চুরি কুকুরের
দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উদযাপন। সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ মেতে উঠেছেন গনেশ আরাধোনায়। এর মাঝেই মোদক চোর কুকুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে।
গণেশের প্রিয় খাবারই যে মোদক। তাই তাঁর পুজো করবেন আর মোদক থাকবে না তা হতেই পারেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কুকুরটি কুকুর ভগবান গণেশের হাত থেকে মোদক খাচ্ছে।
ভিডিওতে দেখা যাবে, গণপতি বাপ্পাকে পুজো উপলক্ষ্যে সেখানে প্রচুর ফল দেওয়া হয়েছে। কিন্তু কুকুরটির সেদিকে কোন নজর নেই। গনেশের হাতে রাখা মোদকই তার পছন্দ। গনেশের পায়ের দিকে তার হাত বাড়িয়ে দেয় এবং তারপর তার হাত থেকে মোদকটি ফেলে দেয় কুকুরটি। এরপর কুকুরটি মোদক নিয়ে পালিয়ে যায়।
ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে @indian.official.memes নামে একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লেখা আছে যে তিনি পা স্পর্শ করার আগে অনুমতি নিয়েছিলেন। এই ভিডিও দেখার পর মানুষও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন- 'মোদক চোর'। অপর একজন লিখেছেন- 'গণপতি বাপ্পা মোরিয়া'। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন।