টিভি'শো চলাকালীন খাবার চুরি, পোষ্যের কাণ্ডে হাসির রোল

ক্লিপটি ৪৫ হাজারের বেশি ভিউ পাশাপাশি হাজার হাজার কমেন্টে ভরে ওঠে ভিডিও'র ইনবক্স।

ক্লিপটি ৪৫ হাজারের বেশি ভিউ পাশাপাশি হাজার হাজার কমেন্টে ভরে ওঠে ভিডিও'র ইনবক্স।

author-image
IE Bangla Web Desk
New Update
Dog,TV,video,viral,Reddit"

ক্লিপটি ৪৫ হাজারের বেশি ভিউ পাশাপাশি হাজার হাজার কমেন্টে ভরে ওঠে ভিডিও'র ইনবক্স।

কুকুরদের নিয়ে নানান মজার মজার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পোষ্যের নানান মজার ঘটনাগুলি রেকর্ড করে অনলাইনে শেয়ার করা মাত্রই সেই সব মজার ভিডিও নিমেষেই ভাইরাল হয়ে যায়। সম্প্রতি একটি মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে একটি কুকুরকে টিভি শো চলাকালীন খাবার চুরি করতে দেখা যাচ্ছে কুকুরটিকে। ভিডিওটি আপনাকে হাসতে বাধ্য করবে।

Advertisment

ক্যাপশনে লেখা "ভাল ছেলে যখন খাবার চুরি করার চেষ্টা করে,"! ভিডিওটিতে দেখা যাচ্ছে টিভিতে ফুড'শো চলাকালীন একটি বাড়ির পোষা কুকুর ধীরে ধীরে টিভির কাছে যায় এবং স্ক্রিনে দেখানো একটি খাবার খাওয়ার চেষ্টা করে।

ভিডিওটি শেয়ার করা হয়েছে মাত্র একদিন আগে। পোস্ট করার পর থেকে, ক্লিপটি ৪৫ হাজারের বেশি ভিউ পাশাপাশি হাজার হাজার কমেন্টে ভরে ওঠে ভিডিও'র ইনবক্স। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডডিটে ভিডিওটি শেয়ার করা হয়েছে। তার পর থেকেই ব্যবহারকারীরা ক্রমাগত তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

Advertisment

একজন মন্তব্য করেছেন। "কুকুরটি খাবার চুরি করতে চায়নি, সে ভেবেছিল যে লোকটি তাকে দেওয়ার জন্য সেটি হাতে ধরে রেখেছে। অপর একজন মজা করে লিখেছেন “এটা টেবিলের নিচে রাখা হয়েছিল। তাই সে ভেবেছিল এটা তারই,”।

Viral Video