মুখের ব্রাশ ধরে আঁকার চেষ্টা করা, সাধের পোষ্যের মন জয় করা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর পোষ্যের এমন প্রতিভায় তাজ্জব নেটিজেনরা। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি সাধারণের মন ছুঁয়ে গিয়েছে।
শিল্পী কেট টোভা ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে তার পোষা সাধের কুকুরটি পেইন্টিং তৈরি করছে। ভিডিওটিতে সাধের পোষ্যকে ক্যানভাসে রঙতুলি দিয়ে ছবি আঁকতে দেখা যাচ্ছে। একটি ক্যাপশনের সাথে শেয়ার করা হয়েছে যেটিতে লেখা আছে, “একে অপরকে পেইন্টিং করতে ব্যস্ত,”।
ভিডিওটি ৫ই এপ্রিল পোস্ট করা হয়েছিল৷ শেয়ার করার পর থেকে, ক্লিপটি প্রায় ১২ লক্ষের বেশি ভিউ হয়েছে। সংখ্যাটি কেবল বাড়ছে৷ এছাড়াও, পোস্টটিতে অজস্র লাইক এবং মন্তব্য পড়েছে। কুকুরছানাটির এমন দক্ষতা মুগ্ধ করেছে লাখ লাখ মানুষকে।