New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/viral-feature-7.jpg)
ভবঘুরের জীবন - কাগজ, ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে যেটুকু রোজগার করেন, তাতে ঠিকমত নিজের পেটই চলে না। কিন্তু শত কষ্টের মাঝেও পশুপ্রেমের অনন্য নিদর্শন হয়ে উঠেছেন এক কাগজকুড়ুনি। তাঁর দেখা মিলেছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে। টালমাটাল জীবনে কুকুরের প্রতি তাঁর যে অগাধ ভালোবাসা দেখা যাচ্ছে, তা মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।
Advertisment
ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তা পার হতে পারছে না কুকুর। যতবারই পার হতে যাচ্ছে, গাড়ি চলে আসছে। তখন ওই কাগজকুড়ুনি এগিয়ে গিয়ে তাকে আদর করছেন। এরপর কুকুরটি সাহস দেখিয়ে রাস্তা পার হতে যায়। তখন তাকে বকাবকি করে দাঁড় করান ওই কাগজকুড়ুনি। এরপর কুকুরটিকে সঙ্গে নিয়ে, তার গায়ে হাত রেখে পার করে দেয় রাস্তা।
দেখুন ভিডিও...
Advertisment
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/comment-2.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/comment-1.jpg)