আপনি কি কখনও একটি কুকুরের catwalk দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। ভাইরাল এই ভিডিওতে একটি পোষ্যকে মাথায় লাল স্কার্ফ এবং চোখে কালো চশমা পরে দুলকি চালে হেঁটে সকলের মন জয় করতে দেখা গেছে। কুকুরের ‘ক্যাটওয়াকের’ভিডিও মুহূর্তেই সোশ্যাল মীডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভাইরাল এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওতে কুকুরের ক্যাটওয়াক দেখে আপনি নিজের হাসি চেপে রাখতে পারবেন না। ভিডিও দেখে নেটিজেনরা কমেন্টে লিখেছেন, ‘এটাই আসল মডেলিং’। একবার কুকুরের ক্যাটওয়াকও দেখুন। এই ভিডিওটি ৩.৭৬ লাখের বেশি লাইক পেয়েছে। একই সঙ্গে এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে।