scorecardresearch

রাস্তা দিয়ে ছুটে চলেছে ‘বাঘবেশী কুকুর’, হেসে খুন নেটপাড়া

কুকুরটিকে দেখে হাসির রোল নেটপাড়ায়।

viral news, viral video, viral video today, viral video, dog video, dog video, dog video viral, dog made tiger

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নানান মজার ভিডিও ভাইরাল হয়। ভিডিওগুলি দেখার পর হাসি চেপে রাখাটাই বড় চ্যালেঞ্জ। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটি ভিডিও দাবানলের মত ভাইরাল হচ্ছে। ভিডিওতে একটি সারমেয়কে রাস্তা দিয়ে ছুটে যেতে দেখা যাচ্ছে। গায়ে একেবারে হলুদ ডোরাকাটা দাগ।

ভিডিও দেখে এক মুহুর্তের জন্য কুকুরটিকে বাঘ বলে ভাবতে শুরু করেছিলেন নেটিজেনরা। কুকুরটিকে দেখে হাসির রোল নেটপাড়ায়। তবে কুকুরের গায়ে এমন ভাবে রঙ করাটাকে কোনভাবেই মেনে নিতে পারছেন না পশুপ্রেমীরা। ভিডিওটি দেখে অনেকেই নানান তীর্যক মন্তব্য করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সামনে থেকে একটি কুকুরকে ছুটে আসতে। কুকুরটিকে দেখে বাঘ বলে ভুল হতে পারে আপনারও। কুকুরটিকে ভাল করে দেখলে বোঝা যাবে কেউ কুকুরটির শরীর এমন ভাবে রঙ করেছেন যাতে কুকুরটিকে অবিকল বাঘের মত দেখতে লাগে।

এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন কয়েক লাখ মানুষ। ভিডিও নিয়ে মানুষের মধ্যে নানান প্রতিক্রিয়াও সামনে এসেছে। সোশ্যাল মিডিয়া ইউজাররা রসিকতা করে লিখেছেন যে কুকুরটিকে অবিকল বাঘের মত দেখতে লাগছে। এই ধরনের কুকুর পৃথিবীতে বিরল। একজন ব্যবহারকারী লিখেছেন, যে ব্যক্তি কুকুরের সঙ্গে এমন কাণ্ড ঘটিয়েছেন তাকে কোন ভাবেই মার্জনা করা উচিৎ নয়। অপর এক ব্যবহারকারী লিখেছেন কুকুরটিকে দেখে মজা লাগলেও এমন কাজ মেনে নেওয়া যায় না।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Dog viral video