scorecardresearch

কাঁধে পা, মাথায় হেলমেট, বাইকে সওয়ার সাধের পোষ্য

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।

dog wear helmet, kutte ne pehna helmet, dog helmet video, dog sit on bike wear helmet, dog wearing helmet on bike, dog bike video, tamil nadu dog wear helmet on bike, chennai dog wear helmet viral video, weird news, latest news, trending news, ajabgajab, shocking news, latest news in hindi, weird news in hindi, ajabgajab, viral news, hatke news, amazing news in hindi, News Hindi News

হেলমেট পরে দিব্যি বাইকে সওয়ার সাধের পোষ্য। আজব ভিডিও দেখে একেবারে তাজ্জব নেটপাড়ার মানুষজন। কুকুরটিকে মালিকের সঙ্গে বাইকের পিছনে বসে যাত্রা উপভোগ করতে দেখে হেসে খুন সকলেই।

কুকুর মানুষের সেরা বন্ধু। সাধের পোষ্যকে নিয়ে নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই তাদের পোষা কুকুরকে বাড়ির সদস্য বলেই মনে করেন। নিজের সন্তানের মতো কুকুরের যত্ন নেওয়া থেকে শুরু করে পোষ্যের বার্থডে সেলিব্রেট, কোন কিছুতেই এক বিন্দু খামতি রাখতে চাননা কেউ কেউ। সম্প্রতি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা দেখে মানুষ এবং কুকুরের মধ্যে সম্পর্ক কতটা বিশেষ তা সহজেই অনুমান করা যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া এই ভিডিওতে একটি কুকুরকে তার মালিকের সঙ্গে বাইকে চেপে মাথায় হেলমেট পরে ঘুরতে যেতে দেখা যায়। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে কুকুরটিও বাইক চালানো দারুণ ভাবে উপভোগ করছে। কুকুরটি তার সামনের দুটো পা মালিকের কাঁধে রেখেই বাইকে বসে রয়েছে এবং বাকি দুই পায়ে ভর দিয়ে কুকুরটি বাইকে বসে আছে। গাড়ির নম্বর প্লেট দেখে বোঝা যাচ্ছে বাইকটি তামিলনাড়ুর চেন্নাইয়ের।

@PMN2463 নামের একজন ব্যবহারকারী টুইটারে এই ভিডিওটি শেয়ার করেছেন। এই ভিডিওটি মুহূর্তেই লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে। এবং হাজার হাজার মানুষ লাইক করেছেন এই ভিডিওটি। অনেকেই এই ভিডিওতে তাদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন – ‘কুকুরের মাথায় হেলমেট দেখেই তার প্রতি মালিকের ভালোবাসা বোঝা গেল’। আরেকজন লিখেছেন- ‘প্রথমবার রাস্তায় দেখা যাচ্ছে মানুষের পাশাপাশি পোষ্যরাও নিয়ম মানছে’।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Dog wear helmet and sit on the bike viral video